April 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 7th, 2022, 8:23 pm

হাদিকে হুতিদের সঙ্গে বসতে বলল রিয়াদ, কাড়ি কাড়ি টাকা সহায়তার ঘোষণা

অনলাইন ডেস্ক :

ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদি জানিয়েছে, তিনি তার ডেপুটিকে বরখাস্ত করেছেন এবং তার ক্ষমতাও প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের হাতে হস্তান্তর করেছেন। এর পর ইয়েমেন চলমান ধ্বংসাত্মক যুদ্ধ থামাতে সৌদি আরব হাদিকে হুথিদের সঙ্গে আলোচনা শুরুর আহ্বান জানানোর পাশাপাশি দেশটিকে কয়েক বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দেয়। বৃহস্পতিবার (৭ এপ্রিল) ইয়েমেনের প্রেসিডেন্ট বলেন, দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্সিয়াল পরিষদ প্রেসিডেন্ট ও তার ডেপুটির দায়িত্ব সামলাবে। খবর আলজাজিরার। হাদি রিয়াদে অনুষ্ঠিত শান্তি আলোচনার শেষ দিনে টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বলেন, আমি আমার পূর্ণ ক্ষমতা অপরিবর্তনীয়ভাবে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের কাছে অর্পণ করছি। এ ঘোষণার পর সৌদি আরব জানায়, তারা যুদ্ধবিধ্বস্ত দেশটির অর্থনীতিকে সহায়তার জন্য তিন বিলিয়ন মার্কিন ডলার ব্যবস্থা করছে। দেশটি বলছে, এর মধ্যে ২ বিলিয়ন দেবে রিয়াদ। বাকি ১ বিলিয়ন দেবে সংযুক্ত আরব আমিরাত। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে খবরে বলা হয়, রিয়াদ ইয়েমেন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানিয়েছে।