অনলাইন ডেস্ক :
তিনজাতি ফুটবল প্রতিযোগিতায় অনুমিতভাবেই দুটি ম্যাচ হেরেছে বাংলাদেশ। প্রথমটিতে ফিলিস্তিনের কাছে ২-০ ও পরেরটিতে স্বাগতিকদের কাছে ৪-১ গোলে হার মানতে হয়েছে। ফিফা র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা দেশ দুটির বিপক্ষে হেরে বাংলাদেশ কোচ জেমি ডে মনে করছেন, ম্যাচ দুটি থেকে তাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। পাশাপাশি শিক্ষাও নিয়েছে। পরিকল্পনা ছিল আগামী অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপের আগে কিরগিজস্তানের অভিজ্ঞতা কাজে লাগাবে বাংলাদেশ। এখন দুটি ম্যাচের পর জেমি ডের মূল্যায়ন, ‘দেখুন আমরা আগে থেকেই জানতাম দুটি টিম অনেক শক্তিশাল্।ী তার পরেও আমাদের খেলোয়াড়রা ডিফেন্ডিং খুব ভালো করেছে। এখান থেকে অনেক অভিজ্ঞতা ও শিক্ষা নিয়ে যাচ্ছি। যা পরবর্তীতে কাজে দেবে।’ দু’দিনের মধ্যে দুটি বড় দলের বিপক্ষে লড়াই করতে হয়েছে। টানা খেলার ধকলে ডের কাছে মনে হয়েছে বিষয়টা কঠিনই ছিল, ‘দুই দিনের ব্যবধানে র্যাঙ্কিংয়ে বেশ ওপরে থাকা দুটি দলের বিপক্ষে ভালো খেলা কঠিন। এরপর ফিলিস্তিনের বিপক্ষে যেভাবে শুরু করেছিলাম। কিরগিজস্তানের বিপক্ষেও তেমন সূচনা হয়েছিল। কিন্তু শুরুতে গোল খেয়ে পরিস্থিতি পাল্টে গেছে। বিষয়টা হতাশাজনক। বিরতির পরও একই অবস্থা ছিল। যদিও ছেলেরা একটি গোল পেয়েছে।’ বৃহস্পতিবার কিরগিজস্তানের অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। সাফ চ্যাম্পিয়নশিপের আগে ওই ম্যাচ দিয়ে প্রস্তুতিটা আরও জোরালো করার লক্ষ্য বাংলাদেশের।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা