April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 4th, 2022, 7:35 pm

হাসনাইনের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা

অনলাইন ডেস্ক :

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে সিডনি থান্ডার্সের হয়ে খেলার সময় তরুণ ফাস্ট বোলার মোহাম্মদ হাসনাইনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়াররা। তখনই তার বোলিং নিষিদ্ধ হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। অবশেষে আশঙ্কাই সত্যি হলো। গত মাসে দেওয়া পরীক্ষায় হাসনাইনের বোলিং অ্যাকশন অবৈধ বলে ঘোষিত হয়েছে। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, চলতি পিএসএলেও আর খেলতে পারবেন না হাসনাইন। বোলিং অ্যাকশন সন্দেহের তালিকায় আসার পর অস্ট্রেলিয়াতেই নিজেকে সন্দেহমুক্ত করার পরীক্ষা দিতে পারতেন হাসনাইন। তবে তার পূর্ব পরিকল্পনা মতো দেশে ফেরার তাড়া ছিল। সেই কারণে লাহোরে আইসিসির নির্ধারিত গাইডলাইন অনুযায়ী হাসনাইনের বোলিং অ্যাকশান পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, মন্থর গতি থেকে গুড লেংথ বোলিং- প্রায় সবক্ষেত্রেই হাসনাইনের কনুই নির্ধারিত ১৫ ডিগ্রির সীমা লঙ্ঘন করছে। ফলে তাকে নির্বাসিত করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘হাসনাইনের রিপোর্ট নিয়ে পিসিবি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছে এবং আমরা আশাবাদী যে এই সমস্যার সমাধান সম্ভব। পিসিবির পক্ষ থেকে হাসানাইনের জন্য একজন বোলিং পরামর্শদাতা নিয়োগ করা হবে, যে তার অ্যাকশন শুধরে দেবে। হাসনাইন এবং পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যতের কথা মাথায় রেখে টেকনিকাল কমিটির পরামর্শে সে পিএসএলে অংশগ্রহণ করতে পারবে না। ওই সময়ে সে বোলিং পরামর্শদাতার সঙ্গে দ্রুত আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার লক্ষ্যে কাজ করবে। ‘২১ বছর বয়সী হাসনাইন ইতিমধ্যেই পাকিস্তানের হয়ে ৮টি ওয়ানডে এবং ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে মোট ২৯টি উইকেট শিকার করেছেন। টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে হ্যাটট্রিক নেওয়ার কৃতিত্বও আছে তার। হাসনাইনের আগে সুনীল নারিন কিংবা মুত্তিয়অ মুরলিধরনের মতো বহু ক্রিকেটার বোলিং অ্যাকশান বদলে কামব্যাক করেছেন। সুতরাং, হাসনাইনেরও এমনটা না পারার কিছু নেই। কিন্তু ছাড়পত্র পাওয়া না পর্যন্ত তিনি আর কোনো ম্যাচে বোলিং করতে পারবেন না।