নিজস্ব প্রতিবেদক:
ছোট ও বড় পর্দার অভিনেতা-নির্মাতা শাহরিয়ার নাজিম জয় সম্প্রতি একটি চিঠির জন্য সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছেন, যা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এই চিঠিটি সম্প্রতি ভাইরাল হয়ে গেছে।
জয়ের চিঠিটি প্রকাশ্যে আসার পর থেকে তার বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়েছে। চিঠিতে জয় শেখ হাসিনাকে ‘উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী’ ও ‘আদর্শ মা’ বলে অভিহিত করেছেন। তিনি শেখ হাসিনার কাছে পূর্বাচলে একটি প্লটের আবেদন জানিয়ে লেখেন, ‘মা, আপনার নিকট একজন শিল্পীর আবেদন, আমার সমসাময়িক সকল শিল্পীই পূর্বাচলে ১০ কাঠা, ৫ কাঠার প্লট পেয়েছে। আমি দেশের বাইরে শুটিংয়ে থাকার জন্য অ্যাপ্লাই করতেই পারিনি। পরবর্তীতে ঝিলমিলে অ্যাপ্লাই করলে লটারিতে তা পায়নি। মা, পূর্বাচলে একটা জমি আমার স্বপ্ন- আমার সন্তানের ভবিষ্যৎ। আমি আপনার কাছে আবদার করলাম, আপনি আপনার এই সন্তানের আবদার ফেলে দেবেন না।’
চিঠিতে জয়ের প্রশংসাসূচক মন্তব্য এবং জমির আবেদন প্রসঙ্গে অনেকেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। নেটিজেনরা তাকে ‘তেলবাজ’ ও ‘দালাল’ বলে উল্লেখ করেছেন। সামাজিক মাধ্যমে এটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
চিঠির শেষে একটি উপ-সচিবের সিল এবং তৎকালীন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রীর সিল ও স্বাক্ষর রয়েছে, যা চিঠির সত্যতা নিশ্চিত করে।
এই ভাইরাল চিঠি প্রকাশের পর, জয় নেট দুনিয়ায় নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ