অনলাইন ডেস্ক :
প্রিমিয়ার ফুটবল লিগে বসুন্ধরা কিংস এবং আবাহনীর শেষ ম্যাচটি দেখতে গত সোমবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে গিয়েছিলেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন। উদ্দেশ্য ছিল দুদিন পর জাতীয় দল সাফের প্রস্তুতি শুরু করবে। খেলোয়াড়দের দেখার জন্য নিজ আগ্রহে স্টেডিয়ামে গেলেন। তাতেই কপাল খুলে গেল তরুণ ফুটবলার আবাহনীর হৃদয়ের। সালাহউদ্দিনের চোখে হৃদয়ের খেলা ভালো লেগেছে। মাঠে বসেই জানিয়ে দিলেন হৃদয়কে দলে নেওয়ার নির্দেশ। সালাহউদ্দিন কখনোই জাতীয় দলের বিষয়ে নাক গলান না। কোচিং স্টাফ রয়েছে তারা দেখভাল করবেন। ডিফেন্সিভ মিডফিল্ডার হৃদয়কে জাতীয় দলে ঢোকার পথ খুলে দিয়েছেন। এখানে না টিকলেও অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের দরজা খোলা থাকছে। হৃদয় ঢাকার মাঠের পরিচিত ফুটবলার না। আবাহনীতে অনুশীলন করতে এসে জায়গা পেয়েছেন নারায়ণগঞ্জের গোদনাইল হাজারীবাগের মো. হৃদয়। এলাকার আরেক ফুটবলার ওয়ালী ফয়সাল, গোলকিপার সুলতান, জাতীয় দলের তপু বর্মনরা আবাহনীতে অনুশীলন করার সুযোগ করে দিয়েছিলেন। তিন বছর আগের কথা সেটি। এবার লিগের ফিরতি পর্বে প্রায় সব ম্যাচ খেলেছেন তরুণ ফুটবলার হৃদয়। সাফের চূড়ান্ত দলে থাকতে পারবেন কিনা সেটা নিশ্চিত না। কারণ এখন অভিজ্ঞ ফুটবলার রয়েছেন। ফাহাদ, মানিক মোল্লা রয়েছেন। সেখানে অনভিজ্ঞ হৃদয়কে জায়গা দেওয়া হবে কিনা সেটা নির্ভর করছে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের ওপর। হৃদয় বললেন, ‘আমি আমার চেষ্টা করব। সাহসটা নষ্ট করতে চাই না। আমরা যখন মাঠে নামি তখন সবাই ফুটবলার হিসেবে মাঠে নামি। কে কার চেয়ে বড় সেটা মাথায় রাখলে স্বাভাবিক খেলাটা খেলা যাবে না।’ মা সহিদা বেগম, বাবা তাইজুল ইসলামের ঘরে দুই পুত্র সন্তানের মধ্যে বড় হৃদয়। ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাউন্টিং বিষয়ে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। নারায়ণগঞ্জের রেইনবো একাডেমির ফুটবলার। কোচ ছিলেন জাকির হোসেন। তারই হাতে গড়ে উঠেছেন হুদ। কোচের কথা খুব গর্ব নিয়ে বললেন হূদয়। জুরাইন ফুটবল একাডেমির জার্সি গায়ে পাইওনিয়র লিগ, রেইনবো এসি ক্লাবে হয়ে তৃতীয় বিভাগ, পূর্বাচল পরিষদের জার্সি গায়ে দ্বিতীয় বিভাগ এবং ফ্রেন্ডস সোশ্যাল অর্গানাইজেশনের জার্সি গায়ে প্রথম বিভাগে খেলেছেন। বিভিন্ন বয়ষভিত্তিক জাতীয় দলে খেলে ক্ষুদ্র অভিজ্ঞতা অর্জন করে বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনের চোখে পড়েছেন। সুযোগ দিয়েছেন সালাহউদ্দিন। এখন সামনের ভবিষ্যৎ বলে দেবে হৃদয় সালাহউদ্দিনের হৃদয় জয় করতে পারবেন কিনা।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা