অনলাইন ডেস্ক :
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। দেশকে অনেক সাফল্য এনে দিয়েছেন তিনি। কিন্তু বিসিবির পরিচালক পদে প্রথম নির্বাচনে নেমে ব্যর্থ হয়েছেন সাবেক এই অধিনায়ক। মাত্র দুই ভোট পেয়েছেন সাবেক এই তারকা ক্রিকেটার। রাজশাহী বিভাগের একটি পরিচালক পদে খালেদ মাসুদ পাইলট ও সাইফুল আলম স্বপন লড়াই করেন। এই বিভাগে ৯ ভোটের মধ্যে পাবনার কাউন্সিলর স্বপন পেয়েছেন ৭ ভোট। আর পাইলট পান মাত্র ২ ভোট। নির্বাচনে হেরে হতাশ পাইলট বলেন, ‘আমি আগেই বুঝতে পেরেছিলাম এমন কিছু হবে। আমার স্বপ্ন ছিল বিসিবির পরিচালক হওয়ার। ভালো কিছু করব এমন আশা ছিল। কিন্তু তা হয়নি। আশা করছি ভবিষ্যতে সাফল্য পাব।’ এদিকে বিসিবিতে ২৫ জন পরিচালকের পদ থাকলেও ২৩ পদে নির্বাচন হয়ে থাকে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুজন মনোনীত হন। এবার মনোনীত হয়েছেন আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস। ২৩ পদের মধ্যে সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই এখন ১৬ পদে নির্বাচন হয়।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা