নিজস্ব প্রতিবেদক:
ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেছে তরুণ পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। তিনি পুরনো পিঠের চোটে আক্রান্ত হয়েছেন। বিশ্বকাপের পাশাপাশি ছিটকে পড়েছেন আবুধাবি টি-টেন লিগ থেকেও। এবার জানা গেল, এই তরুণ সম্ভবত পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেও খেলতে পারবেন না। বিসিবি জানিয়েছে, সাইফউদ্দিনকে চার সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে। এই সময়ে তিনি পূর্ণ বিশ্রামে থাকবেন। এরপর চোটের অবস্থা পরীক্ষা করে শুরু হবে পুনর্বাসনপ্রক্রিয়া। এদিকে ১৯ নভেম্বর থেকে মিরপুর শেরেবাংলায় পাকিস্তানের বিপক্ষে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, ওই সিরিজের আগে তিনি ফিট হতে পারবেন না বৃহস্পতিবারআরব আমিরাত থেকে দেশে ফিরেছেন সাইফ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল টিম তাকে পর্যবেক্ষণে রেখেছে। তার বদলে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন আরেক পেসার রুবেল হোসেন। উল্লেখ্য, বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর দুটি টেস্ট খেলবে পাকিস্তান। সবগুলো টি-টোয়েন্টি আর দ্বিতীয় টেস্ট হবে মিরপুরে। শুধু প্রথম টেস্ট হবে চট্টগ্রামে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা