April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 1st, 2021, 2:20 pm

হোলি আর্টিজান হামলার ৫ বছর আজ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

হোলি আর্টিজান হামলার ৫ বছর আজ। হামলায় জড়িত নব্য জেএমবিসহ সব জঙ্গি সংগঠনেরই নেটওয়ার্ক বিধ্বস্ত। নতুন করে হামলার সক্ষমতাও নেই।

২০১৬ সালের ১লা জুলাই, রাজধানীর গুলশানে ভয়াবহ ওই জঙ্গি হামলার পর ধারাবাহিক অভিযানে জঙ্গি সংগঠনগুলোর মেরুদণ্ড ভেঙে খান খান। এরপরও সাইবার স্পেইস ব্যবহার করে টিকে থাকার চেষ্টা করছে জঙ্গিরা।

উৎকণ্ঠার সেই রাতে হোটিল আর্টিজান বেকারিতে হামলা চালায় নব্য জেএমবির পাঁচ জঙ্গি। সতেরো বিদেশি নাগরিক, তিন বাংলাদেশিসহ বিশজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হত্যা করে তারা। জঙ্গিদের প্রতিহত করতে গিয়ে গুলিতে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা। পরদিন ভোরে যৌথবাহিনীর কমান্ডো অভিযানে মারা যায় পাঁচ হামলাকারীই। অবসান ঘটে দুঃসহ বারো ঘণ্টার।