অনলাইন ডেস্ক :
অতীতে ‘প্লেবয়’ ছিলেন এমন স্বীকারোক্তি দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দেশের হয়ে ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা গত রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ স্বীকারোক্তি দেন। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুসারে, পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) কমর জাভেদ বাজওয়ার সঙ্গে তার শেষ বৈঠকের কথা স্মরণ করে এ কথা বলেন ইমরান খান। সাংবাদিকদের সঙ্গে আলোচনার একপর্যায়ে ইমরান খান বলেন, ‘জেনারেল বাজওয়া আমাকে প্লেবয় বলে উল্লেখ করেছিলেন। তার মন্তব্যের জবাবে আমি তাকে বলেছিলাম, ‘হ্যাঁ, আমি প্লেবয় ছিলাম।’ তবে ইমরান খান ও কমর জাভেদ বাজওয়ার মধ্যে কবে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সে বিষয়ে তিনি কিছু জানাননি। পিটিআই প্রধান আরও বলেন, ‘সাবেক সেনাপ্রধান বাজওয়া আমাদের পেছন থেকে ছুরি মেরেছিলেন এবং সহানুভূতিও দেখিয়েছিলেন।’ ইমরান খান দাবি করেন, বাজওয়ার নিয়োগ করা ব্যক্তিরা এখনও রাষ্ট্রীয় বিষয়ে হস্তক্ষেপ করার কাজ করে যাচ্ছে। অবশ্য আগেও একাধিকবার এমন অভিযোগ করেছেন সাবেক পাক প্রধানমন্ত্রী। ইমরান খান অভিযোগ করে বলেন, তার প্রধানমন্ত্রিত্বের সময় জেনারেল বাজওয়াই ছিলেন ক্ষমতার মূল চালিকাশক্তি। পাকিস্তানের জাতীয় দুর্নীতি দমন সংস্থা (এনএবি) নিয়ন্ত্রণ করতেন বাজওয়া। তার সিদ্ধান্তেই ঠিক হতো কোন কোন রাজনীতিবিদকে কারাগারে পাঠানো হবে। এর আগে ইমরান খান দাবি করেছিলেন, পাকিস্তানে এখনও বাজওয়ার রেখে যাওয়া ‘সেট-আপ’ সক্রিয় রয়েছে। পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী সম্প্রতি বলেছেন, ‘এনএবি আমাকে আসিফ আলি জারদারি ও নওয়াজ শরিফদের মতো শীর্ষ রাজনীতিকদের বিরুদ্ধে মামলার বিষয়ে জানিয়েছিল। তবে সেই মামলা নিয়ে অগ্রসর হতে দেননি জেনারেল বাজওয়া।’ ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই জেনারেল কামার জাভেদ বাজওয়ার বিরুদ্ধে সরব তিনি।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু