April 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 8th, 2021, 2:48 am

হ্যামস্ট্রিং ইনজুরিতে ফিরমিনো

অনলাইন ডেস্ক :

আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গুরুতর হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন লিভারপুলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনো। গত বুধবারের ম্যাচটিতে লিভারপুল ২-০ গোলে জয়ী হয়েছে। ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড কবে নাগাদ মাঠে ফিরতে পারেন তা নিয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি রেডস বস জার্গেন ক্লপ। তবে বেশ কিছু ম্যাচে ফিরমিনোকে বিশ্রামে থাকতে হবে, এতে কোন সন্দেহ নেই। এর মধ্যে রোববার প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচটি অন্যতম। হ্যামার্সদের হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লিভারপুল শীর্ষে থাকা চেলসির সাথে পয়েন্টের ব্যবধান কমাতে চায়। এবারের মৌসুমে ফিরমিনো লিগে আটটি ম্যাচ খেলে চার গোল করেছেন। এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে করেছেন দুই গোল। লিভারপুলের ওয়েবসাইটে ক্লপ বলেছেন, ‘গুরুতর হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছেন ববি (ফিরমিনো), যা আমাদের জন্য মোটেই স্বস্তির কোন খবর নয়। বিষয়টি সত্যিই দূর্ভাগ্যজনক। এখনো বলা যাচ্ছেনা ঠিক কবে নাগাদ সে মাঠে ফিরতে পারবে। তবে আন্তর্জাতিক বিরতির আগে নয় এটা নিশ্চিত। বিষয়টি নিয়ে আমাদের গুরুত্বের সাথে কাজ করতে হবে।’ ক্লপ জানিয়েছেন, ফিরমিনোর পাশাপাশি কাফ ইনজুরির কারণে ডিফেন্ডার জো গোমেজ ও চোখের প্রদাহের কারণে মিডফিল্ডার কার্টিস জোনসও রবিবারের ম্যাচে খেলতে পারবেন না। লিভারপুলের থেকে দুই পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থানে থাকা উজ্জীবিত ওয়েস্ট হ্যাম ম্যাচটিতে জয়ী হলে রেডসের হটিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসবে। যে কারণে ঘরের মাঠের ম্যাচটি হ্যামার্সদের জন্যও সমান গুরুত্বপূর্ণ।