March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 3rd, 2023, 8:05 pm

১০০ মিটার ফ্রি স্টাইলে সেরা আমিরুল ও যুহী

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আয়োজিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে সাঁতারে তরুণ ও তরুণীদের ১০০ মিটার ফ্রি স্টাইলে সেরা হয়েছেন যথাক্রমে আমিরুল ইসলাম ও যুহী আক্তার। শুক্রবার (৩রা মার্চ) বনানীর বাংলাদেশ নৌবাহিনীর সুইমিংপুলে অনুষ্ঠিত তরুণদের ১০০ মিটার ফ্রি স্টাইল সাঁতারে ঢাকা বিভাগের আমিরুল ইসলাম (৫৫.৯৩ সেকেন্ড) স্বর্ণ, মো: ইসলাম (৫৬.০১ সেকেন্ড) রৌপ্য এবং ময়মনসিংহের মনির খান (১ মিনিট ০.১৮ সেকেন্ড) ব্রোঞ্জ জয় করেন। তরুণীদের ১০০ মিটার ফ্রি স্টাইল সাঁতারে ঢাকা বিভাগের যুহী আক্তার (১ মিনিট ০৮.৭১ সেকেন্ড) স্বর্ণ, খুলনার নুপুর খাতুন (১ মিনিট ১২.৮১ সেকেন্ড) রৌপ্য ও খুলনার ঝর্ণা খাতুন (১ মিনিট ১৫.১৫ সেকেন্ড) ব্রোঞ্জ জয় করেন। তরুণদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে চট্টগ্রামের মাহমুদুল হাসান (১ মিনিট ১৫.৯২ সেকেন্ড) স্বর্ণ, ঢাকার নাদিমুল হক (১ মিনিট ১৬.৩৪ সেকেন্ড) রৌপ্য ও ইমরান হোসেন রনি (১ মিনিট ১৮.৩৫ সেকেন্ড) ব্রোঞ্জ পদক জয় করেন। তরুণীদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে খুলনার জুঁই আক্তার (১ মিটার ৩১.৬৭ সেকেন্ড) স্বর্ণ, মুক্তা খাতুন (১ মিনিট ৩২.৭৫ সেকেন্ড) রৌপ্য এবং ঢাকার সাইফা আক্তার (১ মিনিট ৩৫.১৪ সেকেন্ড) ব্রোঞ্জ জয় করেন। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ব সাঁতার সংস্থা ‘ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক্স’ (সাবেক ফিনা) সভাপতি হুসেইন আল মুসাল্লাম। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন সভাপতি বিনোদ কুমার তিওয়ারি ও বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ (বি মোল্লা) এ সময় উপস্থিত ছিলেন।