উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ১০ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থগিত হওয়া পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী ১১ আগস্ট থেকে শুরু হবে বলে জানান অধ্যাপক তপন।
তিনি আরও জানান, পরে বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার নতুন সময়সূচি জানানো হবে।
এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান অসন্তোষের কারণে ২৮, ২৯, ৩১ ও ১ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয় সরকার।
—-ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম