April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 15th, 2022, 7:54 pm

১০ হাজারের বেশি কর্মী ছাঁটাই করবে আমাজন

অনলাইন ডেস্ক :

টুইটার, মেটার পরে এবার টেক জায়ান্ট আমাজনও গণছাঁটাইয়ের পথে হাঁটতে শুরু করেছে। প্রায় ১০ হাজারের বেশি কর্মীকে বিদায় দিতে যাচ্ছে তারা। শুধু কর্মী ছাঁটাই নয় আমাজন খরচেও কাটছাঁট করতে চলেছে বলে জানা গেছে। আমাজন গত কয়েক মাস ধরে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে। এজন্য আমাজন কর্তৃপক্ষ গণহারে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বলে সংবাদ সংস্থায় প্রতিবেদনে জানা গেছে। আমাজনে বিশ্বজুড়ে প্রায় ১৬ লাখ মানুষ চাকরি করেন। আমাজন থেকে যদি সত্যিই ১০ হাজার কর্মী ছাঁটাই করা হয়, তবে সংস্থার ইতিহাসে এটাই হবে সবচেয়ে বড় গণছাঁটাই। সূত্রের খবর, আমাজনের এই গণছাঁটাই প্রক্রিয়ায় শুরুতেই কোপ পড়তে পারে ‘অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট’-এর মতো যন্ত্র ভিত্তিক বিভাগগুলিতে। গত কয়েক মাসে ধরেই আমাজনের কিছু অলাভজনক বিভাগের কর্মীদের সংস্থার তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে। অন্য বিভাগে সুযোগ খোঁজার করার পরামর্শও দেওয়া হয়েছে কিছু কর্মীকে। কোভিড অতিমারির সময় আমাজনের মতো অনলাইন কেনাবেচার সংস্থাগুলির দিকে ঝুঁকেছিলেন সাধারণ মানুষ। ফলে তাদের ব্যবসা লাভজনক হয়েছিল। কিন্তু ধীরে ধীরে ফের অতিমারি-পূর্ববর্তী পর্যায়ে ফিরে গিয়েছে বিশ্ব। আমাজনে কেনাকাটার হার তাই তুলনামূলক কমেছে। এদিকে গত সপ্তাহেই গণছাঁটাইয়ের পথে হেঁটেছে টুইটার। ইলন মাস্কের মালিকানায় সংস্থার প্রায় ৫০ শতাংশ কর্মীর চাকরি গিয়েছে নিমেষে। এরপর বড় সংখ্যক কর্মী ছাঁটাই করা হয়েছে ফেসবুকের মূল সংস্থা মেটা থেকেও।