March 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 17th, 2022, 8:09 pm

১১দিন জেল খেটে মুক্ত হলেন গুনাথিলাকা

অনলাইন ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে অস্ট্রেলিয়া এক নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা। ১১ দিন জেল খাটার পর অবশেষে তাকে জামিন দিয়েছেন সিডনির একটি আদালত। তাকে ছাড়াই বিশ্বকাপ শেষে দেশে ফিরে গেছে শ্রীলঙ্কা দল। তবে জামিন পেলেও এখনই দেশে ফিরতে পারবেন না গুনাথিলাকা। ইংল্যান্ডের কাছে হারের দিন ভোররাতে সিডনির হোটেল থেকে গ্রেপ্তার করা হয় গুনাথিলাকাকে। তার বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়। অনুমতি ছাড়াই শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া ছাড়াও অভিযোগকারী নারীর গলা টিপে ধরেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। সিডনির আদালত জানিয়েছেন, শ্রীলঙ্কার সরকার এবং সে দেশের ক্রিকেট সংস্থা গুনাথিলাকার পাশে দাঁড়ানোর কারণেই জামিন দেওয়া হয়েছে। দুই লাখ অস্ট্রেলিয়ান ডলারের বিনিময়ে জামিন পেয়েছেন গুনাথিলাকা। এর আগে গত ৭ নভেম্বর গুনাথিলাকার জামিন নাকচ করেছিলেন আদালত। ১১ রাত জেলে কাটানোর পর বৃহস্পতিবার আবার স্থানীয় আদালতে জামিনের আবেদন করেছিলেন। সেই আবেদনে আদালত সাড়া দেন। আদালতে তার আইনজীবী মুরুগান থঙ্গরাজ বলেন, অতীতে গুনাথিলাকার নামে কোনো পুলিশি রেকর্ড নেই। তার পাশে আছে শ্রীলঙ্কার সরকার। তা ছাড়া অভিযোগকারী নারী যে গলা টিপে ধরার অভিযোগ করেছেন, সেটারও কোনো প্রমাণ দেখাতে পারেনি পুলিশ। শারীরিক নির্যাতনের কোনো চিহ্নও পাওয়া যায়নি। জামিন পেলেও বেশ কিছু শর্ত মানতে হবে গুনাথিলাকাকে। প্রতিদিন থানায় হাজিরা দিতে হবে। অভিযোগকারী নারীর সঙ্গে কোনো রকম যোগাযোগ করা চলবে না। কোনো রকম ডেটিং অ্যাপ ব্যবহার করা যাবে না। আগামী ১২ জানুয়ারি আবার আদালতে শুনানি আছে। উল্লেখ্য, ২৯ বছরের এক নারী অভিযোগ করেছিলেন, দেখা করার কথা বলে তাকে জোরপূর্বক ধর্ষণ করেছেন গুনাথিলাকা। অভিযোগটি নিয়ে তদন্ত করছে সিডনি পুলিশ।