April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 2nd, 2023, 7:40 pm

১২ কেজি এলপিজির দাম ৫৭ টাকা বেড়ে ১২৩৫ টাকা

ফাইল ছবি

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম প্রতি কেজি ৪টাকা ৭৫ পয়সা বেড়ে ১০২ টাকা ৯ পয়সা হয়েছে; যা আগের মে মাসে ছিল ৯৮ টাকা ১৭ পয়সা।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দাম ঘোষণা করে বলেছে, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৫৭ টাকা বেড়েছে।

একজন খুচরা ক্রেতাকে এখন ১২ কেজি সিলেন্ডার এক হাজার ১৭৮ টাকার পরিবর্তে এক হাজার ২৩৫ টাকায় (ভ্যাট সহ) কিনতে হবে।

ঢাকায় বিইআরসি অফিসে মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে বিইআরসি-এর নবনিযুক্ত চেয়ারম্যান মো. নুরুল আমিন বলেন, সাড়ে পাঁচ কেজি তেকে ৪৫ কেজি পর্যন্ত অন্যান্য আকারের এলপিজি সিলিন্ডারের দাম অনুরূপভাবে বাড়বে।

নতুন দাম আজ (২মে) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বিইআরসি কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি সিপির (চুক্তি মূল্য) দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারে এলপিজির দাম বেড়েছে।

বাংলাদেশি এলপিজি অপারেটররা সাধারণত সৌদি সিপির ভিত্তিতে মধ্যপ্রাচ্যের বাজার থেকে তাদের পণ্য আমদানি করে।

বিইআরসি সিদ্ধান্ত অনুসারে, ‘অটো গ্যাস’ (মোটর গাড়ির জন্য ব্যবহৃত এলপিজি) এর দামও লিটারপ্রতি ২টাকা ৬২ পয়সা বাড়িয়ে ৫৪টাকা ৯০ পয়সা থেকে ৫৭ টাকা ৫২ পয়সা (ভ্যাট সহ)করা হয়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন এলপি গ্যাস কোম্পানির বাজারজাত এলপিজির দাম একই থাকবে, কারণ এটি স্থানীয়ভাবে ৫ শতাংশের কম বাজার শেয়ার নিয়ে উৎপাদিত হয়।

গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে স্থানীয় বাজারে এলপিজির সর্বোচ্চ দাম ছিল এক হাজার ৪৯৮ টাকা (প্রতি ১২ কেজি সিলিন্ডার)।

—-ইউএনবি