অনলাইন ডেস্ক :
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার লড়াইয়ে টিকে থাকতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪৩ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ।
শারজাহতে বিশ্বকাপের সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে ১৪২ রান করেছে।
ক্যারিবীয়দের হয়ে নিকোলাস পুরান ২২ বলে ৪০, রোস্টন চেজ ৪৬ বলে ৩৯ এবং জেসন হোল্ডার মাত্র ৫ বলে ১৫ রান করেন। বাংলাদেশের পক্ষে মেহেদী, মুস্তাফিজ এবং শরীফুল দুটি করে উইকেট নেন।
এর আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ।
ক্যারিবীয়দের বাহাতি ব্যাটিং লাইনআপের বিবেচনায় এই ম্যাচে পেসার তাসকিন আহমেদকে ফিরিয়ে আনা হয়েছে। আগের ম্যাচে খেলা বাহাতি স্পিনার নাসুম আহমেদের জায়গায় খেলছেন তিনি। এছাড়া উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানও আজকের ম্যাচে খেলছেন না। সৌম্য সরকারকে একাদশে রাখা হয়েছে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা