November 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 9th, 2024, 8:52 pm

১৫ দিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ গেইট

টানা ১৫ দিন পানি ছাড়ার পর বন্ধ করা হয়েছে রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেইট।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় একসঙ্গে কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেইট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট সন্ধ্যা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার ওপরে অর্থাৎ ১০৮ ফুট মীন সি লেভেল অতিক্রম করায় পরদিন ২৫ আগস্ট সকাল ৮টায় কেন্দ্রের ১৬টি গেইট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। হ্রদের সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীন সি লেভেল। এতে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হয়।

কর্ণফুলী পানি কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বলেন, কাপ্তাই হ্রদে পানির উচ্চতা কমতে থাকায় স্পিলওয়ের ১৬টি গেইট বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে পিডিবি কর্তৃপক্ষ জানায়, বর্তমানে কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি থাকায় কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্র থেকে দৈনিক ৫টি ইউনিটে সর্বোচ্চ গড়ে ২১০ হতে ২২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

—–ইউএনবি