অনলাইন ডেস্ক :
তিন বছর আগে সবশেষ হংকংয়ে ইউরোপিয়ান ট্যুর গলফে অংশ নিয়েছিলেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। করোনাভাইরাসের প্রভাবের কারণে এরপর থেকে আর ইউরোপিয়ান ট্যুরে অংশ নেওয়া হয়নি। এবার প্রভাব কাটতেই আবারও সুযোগও এসেছে। ইংল্যান্ডের ম্যানচেস্টারে আগামী ২১ থেকে ২৪ জুলাই কাজো ক্লাসিকে অংশ নেওয়ার। শুক্রবার সকালে অংশ নেওয়ার জন্য ঢাকা ছেড়েছেন ৩৭ বছর বয়সী গলফার। ইংল্যান্ডের এই প্রতিযোগিতার প্রাইজমানি বেশ আকর্ষণীয়। ১ দশমিক ৭৫ মিলিয়ন ইউরো; যা বাংলাদেশি টাকায় প্রায় ১৬ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। তবে সেখানে ইউরোপের শীর্ষস্থানীয় গলফারদের সঙ্গে লড়াই করে ভালো করা বেশ কঠিন। সিদ্দিকুর চাইছেন নিজের স্বাভাবিক খেলাটা খেলতে। যদিও এমন ইউরোপিয়ান ট্যুরে অংশ নেওয়া কিংবা খেলাটা বেশ কঠিন। ঢাকা ছাড়ার আগেবলেছেন, ‘আমি ইউরোপিয়ন ট্যুরের একটি ক্যাটাগরিতে সদস্য। আমার সুযোগ হলো আবারও। বিশেষ ক্যাটাগরিতে অংশ নেওয়ার। আমি ওয়েটিং লিস্টে থাকি সবসময়। একদিন আগে ওরা আমাকে অংশ নেওয়ার জন্য বলেছে। আমি রাজি হয়ে যাই।’ এরপরই নিজের লক্ষ্যের কথা জানালেন দু’বারের এশিয়ান ট্যুরের বিজয়ী এই গলফার, ‘আমি লাকি যে ইউরোপিয়ান ট্যুরে খেলার সুযোগ পেয়েছি। এতেই খুশি আমি। আমি আমার নিজের খেলাটা খেলতে চাই। ফল কী হবে তা নিয়ে ভাবছি না। এই বছর আরও অনেক খেলা আছে।’ ম্যানচেস্টারের আবহাওয়া অনুকূলে থাকলে ইতিবাচক কিছু করে দেখানোর সুপ্ত ইচ্ছে আছে সিদ্দিকুরের, ‘ইউরোপের ৮০ ভাগ খেলোয়াড় খেলবে সেখানে, ট্যুর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। যতদূর মনে হচ্ছে, আবহাওয়া ভালো দেখছি সেখানে। বেশি ঠান্ডা হলে ব্যক্তিগতভাবে ফল খারাপ হয়। তবে ফল তো আমার হাতে নয়, ওই দিন গলফ কোর্সে ভালো করতে পারাটা হলো বড় বিষয়।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা