September 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 26th, 2023, 9:03 pm

১৭ হাজার সেনাকে প্রশিক্ষণ দিলো যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক :

কিয়েভকে রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার লক্ষ্যে গত এক বছরে ইউক্রেনের সেনাবাহিনীতে নিয়োগ পাওয়া ১৭ হাজারেরও বেশি বেসামরিক লোককে প্রশিক্ষণ দিয়েছে ব্রিটেন ও অন্যান্য মিত্র দেশগুলো। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়  সোমবার (২৬ জুন) এ তথ্য জানায়। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বিভিন্ন স্তরে নিয়োগপ্রাপ্ত সবাই পাঁচ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ গ্রহণ করেছে, যা তাদেরকে বেসামরিক লোক থেকে সৈন্যে রূপান্তর করেছে। খবর এএফপির। গত বছরের জুনে ব্রিটেন ও ৯টি অংশীদার দেশ কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, লিথুয়ানিয়া ও নেদারল্যান্ডস ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জন্য নতুন স্বেচ্ছাসেবক নিয়োগের উদ্যোগ চালু করে। অপারেশন ইন্টারফ্লেক্স নামক যুক্তরাজ্যের নেতৃত্বাধীন প্রশিক্ষণ কর্মসূচিতে নিয়োগপ্রাপ্তদের অস্ত্র পরিচালনা, যুদ্ধক্ষেত্রের প্রাথমিক চিকিৎসা ও টহল কৌশলসহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়। আগে এদের নূন্যতম সামরিক অভিজ্ঞতাও ছিল না।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেন, ‘যতদিন পর্যন্ত রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে রক্ষায় সহায়তার প্রয়োজন পড়বে, ততদিন যুক্তরাজ্য ও আমাদের আন্তর্জাতিক অংশীদাররা এই অত্যাবশ্যকীয় সহায়তা প্রদান অব্যাহত রাখবে।’ ব্রিটেন প্রাথমিকভাবে ১০ হাজার ইউক্রেনীয় সৈন্যকে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু পরে কর্মসূচি সম্প্রসারিত হওয়ায় ২০২৪ সাল নাগাদ প্রায় ৩০ হাজার সৈন্যকে প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে।