May 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 13th, 2022, 7:35 pm

১ কোটি ভিত্তিমূল্যের ক্রিকেটারকে সাড়ে ১১ কোটিতে নিল প্রীতির পাঞ্জাব

অনলাইন ডেস্ক :

আইপিএলের নিলামের দ্বিতীয় দিনে দুপুর ১টা পর্যন্ত অলাউন্ডারদের মধ্যে সবচেয়ে বেশি দাম পেলেন লিয়াম লিভিংস্টোন। ইংল্যান্ডের এ তারকাকে ১১ কোটি ৫০ লাখ রুপিতে কিনে নিয়েছে প্রীতি জিনতার পাঞ্জাব কিংস। সে হিসাবে এবার আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে দামি ক্রিকেটার লিভিংস্টোন। এ ইংলিশ তারকার ভিত্তিমূল্য ছিল মাত্র ১ কোটি রুপি। সেখান থেকে সাড়ে ১১ কোটিতে বিক্রি হওয়ার কারণ তাকে নিয়ে ফ্রাঞ্চাইজিদের কাড়াকাড়ি। লিভিংস্টোনকে পেতে লড়াই করে গুজরাট টাইটানস, পাঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদ চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। চার কোটি পর্যন্ত কলকাতা আর চেন্নাই থাকলেও শেষ পর্যন্ত লড়ে যায় গুজরাট, হায়দরাবাদ ও পাঞ্জাব। সাড়ে ১১ কোটিতে লিভিংস্টোনকে দলে ভেড়ায় পাঞ্জাব। লিভিংস্টোনের পর পরই দল পান গত আইপিএলে চেন্নাইয়ে স্যাম কারানের বদলি ডমিনিক ড্রেকস। ১ কোটি ১০ লাখ টাকায় বারবাডোজের এই অলরাউন্ডাকে কিনেছে গুজরাট টাইটান্স। এরই মধ্যে এক কোটি ১০ লাখে ভারতীয় ক্রিকেটার মানদীপ সিংকে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস। ভারতীয় অলরাউন্ডার জয়ন্ত যাদবকে ১ কোটি ৭০ লাখ ও বিজয় শঙ্করকে ১ কোটি ৪০ লাখে কিনল গুজরাট। শনিবারের মতো বেঙ্গালুরুর আইটিসি হোটেল গার্ডেনিয়া রোববারও ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। দ্বিতীয় দিনের মতো রোববার সেখানে চলছে আইপিএল মেগা নিলাম। এ পর্বে প্রথম দিনের চেয়ে বেশি খেলোয়াড়ের নাম উঠবে নিলামে। প্রথম দিন ৯৭ ক্রিকেটারের নাম নিলামের টেবিলে ওঠে। মধ্যাহ্নভোজের আগপর্যন্ত তালিকার রবিবার ৯৮ থেকে ১৬১ নম্বর খেলোয়াড়দের নিয়ে নিলাম হচ্ছে। শনিবার দল পাননি সাকিব, মিলার, স্মিথ, যা ছিল অপ্রত্যাশিত। রবিবারও ঘটল অপ্রত্যাশিত ঘটনা। দল পেলেন না ডেভিড মালান, মারনাস লাবুশেন, অ্যারন ফিঞ্চ ও এউইন মরগ্যান ও জিমি নিশাম। ভারতের সৌরভ তিওয়ারিও দল পাননি। অবিক্রীত রইলেন তারা। দেড় কোটি রুপি ভিত্তিমূল্যের ইংলিশ ব্যাটার ডেভিড মালানের প্রতি কেউ আগ্রহ দেখায়নি। একই ভাগ্য অস্ট্রেলিয়ার মারনাস লাবুশেন, অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও নিউজিল্যান্ডের নিশামের। ইংল্যান্ডের তারকা এউইন মরগ্যানকেও নেয়নি কোনো দল। গত আসরে কেকেআরের অধিনায়ক ছিলেন মরগ্যান। সুপার ফ্লপ পারফর্ম ছিল তার। যে কারণে এবারের আসরে তার ওপর আগ্রহ দেখায়নি কলকাতাসহ বাকি ফ্রাঞ্চাইজিরা। তবে দল পেয়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার এইডেন মার্করাম। মুম্বাই ইন্ডিয়ানস, পাঞ্জাব কিংস আর সানরাইজার্স হায়দরাবাদের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২ কোটি ৬০ লাখ রুপিতে তাকে কিনেছে হায়দরাবাদ। রবিবার বিদেশি তারকাদের মধ্যে মার্করামের নামই প্রথম ওঠে নিলামে। এদিকে ভারতীয় তারকাদের মধ্যে এক কোটি রুপি ভিত্তিমূল্যে বিক্রি হয়েছেন অজিঙ্কা রাহানে। কলকাতা নাইট রাইডার্স কিনে এ তারকা ব্যাটারকে। শনিবার নিলাম চলাকালে অজ্ঞান হয়ে যাওয়ায় রবিবার সঞ্চালনায় আসেনসি হিউ অ্যাডমিডস। তার স্থলে এ দায়িত্ব পালন করছেন চারু শর্মা। এক ভিডিওবার্তায় হিউ জানিয়েছেন, কাজে নিজের ১০০ শতাংশ হয়তো দিতে পারবেন না। তাই নিলামের সঞ্চালনা থেকে সরে এসেছেন তিনি।