March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, February 19th, 2022, 7:43 pm

১ রানে হারের কারণ ব্যাখ্যা দিলেন সাকিব

অনলাইন ডেস্ক :

অধিনায়ক হিসেবে একবার শিরোপার স্বাদ নেওয়া সাকিব আল হাসানের সামনে সুযোগ ছিল আরকেট ট্রফি ছুঁয়ে দেখার। কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে শেষ ৩ ওভারে খেই হারিয়ে শিরোপা খোয়ায় ফরচুন বরিশাল। ম্যাচ শেষে সাকিব জানিয়েছেন, কেন তাদের এই হার। শেষ ওভারে জয়ের জন্য বরিশালের প্রয়োজন ছিল ১০ রানের। অতিরিক্ত ১ রানসহ ওই ওভারে শহীদুল ইসলাম খরচ করেন ৮ রান। তাতে কুমিল্লা ম্যাচ জিতে নেয় ১ রানে। একই সঙ্গে বিপিএলের তৃতীয় শিরোপা নিশ্চিত হয়ে যায় কুমিল্লার। ফাইনালে হারের পেছনে স্নায়ু চাপ সামলাতে না পারাকেই কারণ হিসেবে সামনে আনলেন সাকিব, ‘উপভোগ্য একটি ম্যাচ হলো। দুই দলই ম্যাচে প্রচুর ভুল করেছে। কিন্তু শেষে কুমিল্লা স্নায়ু স্থির রাখতে পেরেছে। এজন্য তাদের ক্রেডিট দেওয়া উচিত। তারা স্নায়ু স্থির রাখতে পেরে ম্যাচটা জিতেছে।’ ম্যাচ হারলেও দলের বোলিংয়ে দারুণ খুশি সাকিব, ‘সুনীল নারিনের বিশ্বমানের ইনিংসের পরও আমরা বোলিংয়ে যেভাবে ফিরে এসেছি, তা দারুণ ছিল। নারিন আমাদের থেকে ম্যাচটা ছিনিয়ে নিয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা ফিরে এসেছি। এজন্য বোলারদের ক্রেডিট দেওয়া উচিত। শুধু এই ম্যাচেই নয়, পুরো টুর্নামেন্টে আমরা ভালো বোলিং করেছি।’ কুমিল্লার শেষ দিকের বোলিংয়েরও প্রশংসা করেছেন সাকিব, ‘আমি শুরুতে যেটা বললাম, কুমিল্লাকে ক্রেডিট দেওয়া উচিত। তারা স্নায়ু স্থির রেখেছিল। শেষ দিকে ২-৩ ওভার সবসময়ই কঠিন। শহীদুল শেষ ওভারে দারুণ বোলিং করেছে। মোস্তাফিজ তাকে সাহায্য করেছিল। সুনীলও ভালো বোলিং করেছে। আমরা এই হার থেকে অনেক কিছু শিখতে পারি। আশা করছি, সামনের বছর আরো শক্তিশালী হয়ে ফিরতে পারবো।’