April 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 8th, 2022, 8:16 pm

২০২০-২১ অর্থবছরে ৬.৯৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হয়েছে: পরিকল্পনামন্ত্রী

ফাইল ছবি

চূড়ান্ত হিসাব অনুযায়ী, করোনা মহামারির মধ্যে ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৬.৯৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

দেশটির জিডিপির আকার দাঁড়িয়েছে ৪১৬ বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় দুই হাজার ৫৯১ মার্কিন ডলার বেড়েছে।

মঙ্গলবার অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই পরিসংখ্যান উপস্থাপন করা হয়।

এসময় একনেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন। রাজধানীর এনইসি সম্মেলন কক্ষ থেকে বৈঠকের সঙ্গে যুক্ত ছিলেন অন্যান্য মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ছয় দশমিক ৯৪ শতাংশ, যা অস্থায়ী অনুমানের পাঁচ দশমিক ৪৩ শতাংশের চেয়ে অনেক বেশি।

তিনি আরও বলেন, জিডিপির আকার শেষ পর্যন্ত অনুমান করা হয়েছিল ৪১৬ বিলিয়ন মার্কিন ডলার, যা ৪১১ বিলিয়ন মার্কিন ডলারের অস্থায়ী অনুমানের চেয়েও বেশি।

পরিকল্পনা মন্ত্রী বলেন, চূড়ান্ত অনুমানে মাথাপিছু আয় দুই হাজার ৫৯১ মার্কিন ডলার যা অস্থায়ী অনুমানে ছিল দুই হাজার ৫৫৪ মার্কিন ডলার।

২০১৯-২০ অর্থবছরে, জিডিপি বৃদ্ধির হার ছিল ৩.৪৫ শতাংশ, যেখানে জিডিপির আকার ছিল ৩৭৪ বিলিয়ন মার্কিন ডলার।

এছাড়া ২০২০-২১ অর্থবছরে কৃষি খাতে প্রবৃদ্ধির হার ছিল ৩.১৭ শতাংশ, শিল্প খাতে ১০.২৯ শতাংশ এবং সেবা খাতে ৫.৭৩ শতাংশ, যা ২০১৯-২০ অর্থবছরে ছিল যথাক্রমে ৩.৪২ শতাংশ, ৩.৬১ শতাংশ এবং ৩.৯৩ শতাংশ।

—-ইউএনবি