অনলাইন ডেস্ক :
বাংলাদেশ দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সকে দীর্ঘমেয়াদে দলের দায়িত্ব দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়া সিরিজে কাজ না করলেও নিউজিল্যান্ড সিরিজে দল পাবে তাকে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, প্রিন্সকে ২০২২ সাল পর্যন্ত বিসিবি কাজের সুযোগ দিতে চায়। জিম্বাবুয়ে সফরের আগে প্রিন্সকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। তবে নিয়োগপ্রাপ্তির সময় প্রিন্সের অ্যাসাইনমেন্ট ছিল শুধু জিম্বাবুয়ে সফরই। জিম্বাবুয়ের মাটিতে টাইগাররা তিন ফরম্যাটে ভালো করেছে, প্রিন্সও তার কাজ দিয়ে সন্তুষ্ট করেছেন বোর্ডের নীতিনির্ধারকদের। স্বভাবতই বোর্ড প্রিন্সকে রেখে দিতে চায়। কিন্তু দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের কোচ হিসেবে নিজের দায়িত্ব পুরোপুরি সম্পন্ন করার জন্য সময় চান কোচ। ফলে অস্ট্রেলিয়া সিরিজে তাকে পাওয়া যায়নি। আকরাম জানিয়েছেন, পুরোদমে দায়িত্ব নিতে আগামী সপ্তাহে প্রিন্স বাংলাদেশে আসবেন। এর আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তির পরিকল্পনা থাকলেও বিসিবির সাথে তার চুক্তি হবে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত, অন্ততপক্ষে এক বছর।
আকরাম বলেন, ‘প্রিন্স সামনের সপ্তাহে বাংলাদেশে আসবে। আমরা ওর সাথে ১ বছরের চুক্তিতে আগ্রহী। ২০২২ সাল পর্যন্ত প্রিন্সকে রাখার পরিকল্পনা আছে। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’ ৪৪ বছর বয়সী প্রিন্স দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে ৬৬টি টেস্ট, ৫২টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে ১১টি শতক ও ১১টি অর্ধশতক এবং ওয়ানডেতে ৩টি অর্ধশতক আছে তার। লেভেল ‘৩’ ডিগ্রিধারী এই কোচের আছে কয়েক বছর ধরে কোচিং করানোর অভিজ্ঞতা। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে ইউঈৎরপঞরসব সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা