September 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 21st, 2023, 8:27 pm

২০২৪ কোপা আমেরিকার সময় চূড়ান্ত

অনলাইন ডেস্ক :

দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চ কোপা আমেরিকা। দুই আসর পর আবারো কোপা আমেরিকা ফিরছে যুক্তরাষ্ট্রে। আসন্ন কোপা আমেরিকায় অংশগ্রহণ করবে ১৬ দল। কনমেবলের ১০ দলের সঙ্গে অংশ নেবে কনকাকাফের ৬ দল। টুর্নামেন্টটির দিনক্ষণ ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। আগামী ২০২৪ সালে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা। আগামী কোপা আমেরিকার আসর শুরু হবে ২০২৪ সালের ২০ জুন। শেষ হবে ১৪ জুলাই।

কোপা আমেরিকার তারিখ ঘোষণা করে দিন গণনা শুরু করেছে কনমেবল। অর্থাৎ তারিখ ঘোষণার দিন থেকে ৩৬৫ দিন পরে অনুষ্ঠিত হবে আসরটি। কনমেবল প্রেসিডেন্ট আলেজান্দ্রো ডমিনগুয়েজ বলেন, ‘মোট ২৫ দিন ধরে এ টুর্নামেন্ট হবে। কোন কোন শহর ও স্টেডিয়ামে ম্যাচগুলো গড়াবে-তা দ্রুতই জানিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে পূর্ণাঙ্গ সময়সূচিও জানানো হবে।’