April 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 28th, 2023, 8:15 pm

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনায় স্কালোনি

অনলাইন ডেস্ক :

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যদিও অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। ৪৪ বছর বয়সী স্কালোনি ও এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া গত সোমবার দিবাগত রাতে প্যারিসে ফিফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফিফা বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন স্কালোনি। ফ্রান্সের রাজধানীতে হাস্যোজ্জ্বল স্কালোনির সঙ্গে চায়ের কাপ হাতে একটি ছবি টুইটারে পোস্ট করে তাপিয়া লিখেছেন, ‘যখন বিশ্বাস চূড়ান্ত পর্যায় থাকে তখন যোগাযোগ স্পষ্ট ও কার্যকরী হয়। বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনির উপর জাতীয় দলের দায়িত্ব দিয়ে আমরা নিশ্চিন্ত আছি। আরো কিছুদিন এই আস্থা ধরে রাখতে চাই।’ গত ১৮ ডিসেম্বর কাতারে বিশ্বকাপ ফাইনাল জেতার পর আর্জেন্টিনার সঙ্গে স্কালোনির চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এরপর স্কালোনির সঙ্গে দীর্ঘ আলোচনার পর চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত হয়। ২০১৮ সালের শেষ নাগাদ অস্থায়ী চুক্তিতে আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছিলেন স্কালোনি। অভিজ্ঞতার অভাব থাকায় ঐ সময় তাকে প্রচুর সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এর আগে কখনই কোন পেশাদার দলের কোচের দায়িত্ব তিনি পালন করেননি। এক বছর পর তার সঙ্গে চুক্তি স্থায়ী করে এএফএ। স্কালোনির অধীনে আর্জেন্টিনা ২০২১ সালের কোপা আমেরিকা শিরোপা জয় করে। বিগত ২৮ বছরের ইতিহাসে এটাই ছিল আর্জেন্টিনার প্রথম কোন বড় শিরোপা। অধিনায়ক লিওনেল মেসিসহ দলের অন্যান্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা স্কালোনিকে ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত কোচের পদে বহাল রাখার জন্য বারবার দাবি জানিয়েছে। প্যারিসে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্কালোনি জানিয়েছে, ‘সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে তুমি তোমার দেশকে খুশি করেছো, দেশের মানুষকে খুশি করেছো।’ বিশ্বকাপ জয়ের পর আগামী ২৩ মার্চ পানামার বিরুদ্ধে বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্টালে প্রীতি ম্যাচের মাধ্যমে প্রথমবারের মত মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা।