April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 7th, 2022, 1:41 pm

২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত ৬ লাখ ৯ হাজারের বেশি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বের বিভিন্ন অংশে নতুন করে সংক্রমণ বৃদ্ধির মধ্যে দিয়ে ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছয় লাখ ০৯ হাজার ৪৩৪।

বৈশ্বিক ডাটা অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬১ কোটি ১৩ লাখ ৩২ হাজার ৭৯০ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৫ লাখ সাত হাজার ৩৩ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৬৭ লাখ ১৬ হাজার ৫৭৩ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৭৩ হাজার ২৯৫ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৪ লাখ ৬৬ হাজার ৮৬২ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৩০ জনে।

এদিকে,পাকিস্তান সোমবার নতুন ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে, এই নিয়ে ১৫ লাখ ৭০ হাজার ৩০৪ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে মঙ্গলবার দেশেটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানে করোনায় মোট ৩০ হাজার ৫৯৩ জন মারা গেছে, তবে সোমবার মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি।