September 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 26th, 2023, 9:01 pm

২৭ বার পরীক্ষা দিয়েও মিললো না ভর্তির সুযোগ

অনলাইন ডেস্ক :

একবার দু’বার নয়, বরং ২৭ বার চীনের কলেজ ভর্তি পরীক্ষা দিয়েছেন ৫৬ বছর বয়সী লিয়াং শি। তবে এবারও তিনি সেই পরীক্ষায় পাস করতে পারেননি। কোটিপতি এই ব্যবসায়ী এখন ভাবতে শুরু করেছেন, তিনি তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে হয়তো আর কখনও ভর্তি হতে পারবেন না। চীনের শীর্ষস্থানীয় সিচুয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য চার দশকে কয়েক ডজন বার কঠিন ‘গাওকাও’ পরীক্ষা দিয়েছেন লিয়াং শি। লিয়াং তার ‘বুদ্ধিজীবী’ হওয়ার উচ্চাকাক্সক্ষা পূরণের আশাতেই ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করেছিলেন। লিয়াং কারখানায় ছোট একটি চাকরি দিয়ে নিজের কর্মজীবন শুরু করেছিলেন। সেখান থেকে তিনি নির্মাণ সামগ্রীর ব্যবসা শুরু করেন। কঠোর পরিশ্রমের বদৌলতে লিয়াং এখন কোটিপতি। তবে কর্মব্যস্ততার কারণে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাননি লিয়াং। মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য দিনে ১২ ঘণ্টা পড়াশোনা করেছিলেন লিয়াং।

পরীক্ষার আগে তিনি মদ্যপান এবং জনপ্রিয় মাহজং খেলা থেকে বিরত থেকেছেন। বছরের পর বছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেওয়ার কারণে স্থানীয় সংবাদমাধ্যমে লিয়াংকে ‘স্থায়ী গাওকাও’ বলে উপহাস করেছে। অনেকে আবার সন্দেহ প্রকাশ করে বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার পাওয়ার জন্যই লিয়াং এই কাজ করছেন। এবারের ভর্তি পরীক্ষায় লিয়াং নির্ধারিত পাস নম্বরের চেয়ে ৩৪ পয়েন্ট কম পেয়েছেন। তবে অকৃতকার্য হলেও হাল ছাড়তে নারাজ তিনি। বার্তা সংস্থা এএফপিকে লিয়াং বলেছেন, ‘সিদ্ধান্ত নেওয়াটা মুশকিল। আমি এখনও হাল ছাড়ছি না।’