November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 22nd, 2023, 7:28 pm

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতার কোনো হুমকি নেই: ডিবি প্রধান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদ রবিবার বলেছেন, ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির পরিকল্পিত মহাসমাবেশকে কেন্দ্র করে কোনো নাশকতার হুমকি নেই।

তিনি বলেন, বহিরাগতদের দ্বারা কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর প্রবেশপথে চেকপোস্ট বসিয়েছে।

ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে দেখা যেত রাজধানীতে শুধু একটি দলের সমাবেশ বা সভা করার অনুমতি ছিল এবং অন্য দলগুলো কোনো কর্মসূচি পালনের সুযোগ পায়নি। কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে। দুই বা তিনটি রাজনৈতিক দল এখন একদিনে বড় কর্মসূচি পালন করতে পারে।

চেকপোস্টের নামে বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে হারুন বলেন, রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ মোড় রয়েছে এবং অনেক উন্নয়ন কর্মকাণ্ড চলছে।

তিনি বলেন, ‘সেসব এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। চেকপোস্ট বসানো না হলে এ শহর অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হতো।’

এর আগে বুধবার সরকার পতনের জন্য তাদের চলমান আন্দোলনের চূড়ান্ত পর্বের কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

—-ইউএনবি