November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 5th, 2022, 8:03 pm

২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন

নিজস্ব প্রতিবেদক:

চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সম্প্রতি সংগঠনটির দ্বিবার্ষিক কমিটির মেয়াদ শেষ হয়েছে। এরইমধ্যে নির্বাচন ঘিরে জমে উঠেছে এফডিসি। বাড়ছে শিল্পীদের আনাগোনা। প্যানেল নিয়ে নানা আলোচনায় মুখরিত সিনেমার এই আঙ্গিনা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ জানুয়ারি। শিল্পী সমিতির বর্তমান কমিটির সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সমিতির বর্তমান সভাপতি মিশা সওদাগর এ বিষয়ে বলেন, ‘এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। ৭ জানুয়ারি এ বিষয়ে জানানো হবে।’ গত বছর সমিতির মেয়াদ শেষ হয়েছে। সমিতির গঠনতন্ত্র ৮ অনুচ্ছেদের (চ) অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ার ৯০ দিন অর্থাৎ তিন মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা। সে অনুযায়ী এর তফসিল ঘোষণা করা হবে। এখন পর্যন্ত এবার দুটি প্যানেল ঘিরে নির্বাচন হবে বলে শোনা যাচ্ছে। যার একটিতে চমক দিয়ে সভাপতি পদে লড়বেন কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে দেখা যাবে অভিনেত্রী নিপুণকে। আরেকটি প্যানেলের নেতৃত্ব দেবেন বর্তমান কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান।