March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 4th, 2023, 8:21 pm

২ উইকেটে অস্ট্রেলিয়ার ১৪৭ রান

অনলাইন ডেস্ক :

বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যকার তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিন খেলা হয়েছে ৪৭ ওভার। প্রথম দিন শেষে ২ উইকেটে ১৪৭ রান করেছে অস্ট্রেলিয়া। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। দিনের চতুর্থ ওভারেই প্যাভিলিয়নে ফিরেন ওপেনার ডেভিড ওয়ার্নার। আগের টেস্টের প্রথম ইনিংসে ২শ রান করা ওয়ার্নারকে মাত্র ১০ রানে আউট করেন দক্ষিণ আফ্রিকার পেসার এনরিচ নর্টি। দলীয় ১২ রানে ওয়ার্নারের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে ১৩৫ রানের জুটি গড়েন আরেক ওপেনার উসমান খাজা ও তিন নম্বরে নামা মার্নাস লাবুশেন। ৪৭তম ওভারের শেষ বলে লাবুশেনকে আউট করে জুটি ভাঙ্গেন নর্টি। ১৩টি চারে ১৫১ বলে ৭৯ রান করেন লাবুশেন। লাবুশেনের আউটের পরই বৃষ্টির কারণে দিনের বাকী সময়ে আর খেলা হয়নি। ৬টি চারে ১২১ বলে ৫৪ রানে অপরাজিত খাজা। দক্ষিণ আফ্রিকার নর্টি ২৬ রানে ২ উইকেট নেন।