April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 29th, 2022, 8:05 pm

৩৭ বছর বয়সে এটা স্বাভাবিক নয়: রোনালদোকে নিয়ে রাংনিক

অনলাইন ডেস্ক :

বয়সটা ৩৭ বসন্ত পেরিয়েছে। ক্রিশ্চিয়ানো রোনালদো দিনকে দিন যেন আরও তরুণ হচ্ছেন। এই বয়সেও ইংলিশ প্রিমিয়ার লিগের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর দাপিয়ে বেড়াচ্ছেন।
রোনালদোর বয়সটা নিয়েই যা একটু কথা। পারফরম্যান্স নিয়ে বলার জো নেই। ম্যানচেস্টার ইউনাইটেড দল হিসেবেই ভালো করছে না। তাই রালফ রাংনিককে পরামর্শক পদ দিয়ে কোচ হিসেবে যুক্ত করা হয়েছে এরিক টেন হাগকে। টেন হাগ দায়িত্ব নেওয়ার পর দল ঢেলে সাজানোর ইঙ্গিত দিয়েছেন। ম্যান ইউতে রোনালদোর ভবিষ্যৎ কি ঝুঁকিতে? সিদ্ধান্ত টেন হাগের হাতে। তবে রোনালদো যেমন খেলছেন, তাতে তাকে নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়া কঠিনই হবে, মনে করছেন কোচ থেকে পরামর্শক পদে যাওয়া রাংনিক। শুক্রবার রাতেও প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে দুর্দান্ত এক গোল করে দলকে ড্র এনে দিয়েছেন রোনালদো। ইউনাইটেডের সর্বশেষ পাঁচ গোলের সব কটিই তার। রোনালদোর ভবিষ্যৎ নিয়ে রাংনিক বলেন, ‘তার মনোভাব দেখুন। ৩৭ বছর বয়সে এটা স্বাভাবিক নয়। যদি সে গতকালের মতো খেলে, তাহলে এখনও সে এই দলের জন্য বড় ভরসা হতে পারে।’ তিনি যোগ করেন, ‘এটা আসলে টেন হাগ (নতুন কোচ) এবং ক্রিশ্চিয়ানোর সিদ্ধান্ত যে, ভবিষ্যতে কী হবে। তবে তার পারফরম্যান্স দুর্দান্ত।’