অনলাইন ডেস্ক :
ময়মনসিংহ নগরীর বলাশপুরে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন রবিবার সকালে লাইনচ্যুত হয়।
ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ জানান, রবিবার সকালে ময়মনসিংহ থেকে চট্রগ্রামগামী ময়মনসিংহ/নাসিরাবাদ এক্সপ্রেস নামে একটি মালবাহী ট্রেনের পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। তিন ঘণ্টা বন্ধ থাকার পর ময়মনসিংহ থেকে চট্টগ্রামের ট্রেন চলাচল সচল হয়।
এর আগে সাড়ে ৭টার দিকে দিকে নগরীর বলাশপুর এলাকায় ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়।
এতে ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম, জারিয়া ও মোহনগঞ্জের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় শম্ভুগঞ্জ স্টেশনে ময়মনসিংহগামী হাওর এক্সপ্রেস ও ময়মনসিংহ স্টেশনে নেত্রকোণার জারিয়াগামী বলাকা এক্সপ্রেস আটকা পড়ে। খবর পেয়ে উদ্ধারকারী দল গিয়ে লাইনচ্যুত বগি উদ্ধার করে।
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক