উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষাকে সামনে রেখে আগামী ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
বুধবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁসের গুজবমুক্ত ও নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু, সুন্দরভাবে অনুষ্ঠানের জন্য সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
তিনি বলেন, আগামী ৬ নভেম্বর থেকে সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত শুরু হবে। শেষ হবে ১৩ ডিসেম্বর।
মন্ত্রী বলেন, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী অংশ নেবে। তারমধ্যে ছাত্র ৬ লাখ ২২ হাজার ৭৯৬ জন এবং ছাত্রী ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন। গতবারের তুলনায় পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন।
পরীক্ষায় মোট কেন্দ্র ২ হাজার ৬৪৯টি এবং মোট প্রতিষ্ঠান ৯ হাজার ১৮১টি।
দীপু মনি বলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া কেউ কেন্দ্রে মোবাইল বা কোনো ডিভাইজ নিয়ে যেতে পারবে না। ভারপ্রাপ্ত কর্মকর্তা শুধু বাটন মোবাইল নিতে পারবেন। ছবি উঠাতে পারে এমন ফোন নিতে পারবেন না।
মন্ত্রী বলেন, কোচিং সেন্টার বন্ধ করা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব নয়। এটি জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও স্থানীয়ভাবে প্রশাসন বন্ধ করবেন। যদি কোথাও তথ্য পায় কোচিং চালাচ্ছে তাহলে ব্যবস্থা নিবে।
—-ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম