April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 3rd, 2023, 7:37 pm

৩ বছর পর সোনামসজিদ ইমিগ্রেশন খুলছে ১২ মার্চ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে প্রায় তিন বছর বন্ধ থাকা ইমিগ্রেশন সেবা আগামী ১২ মার্চ থেকে যাত্রীদের জন্য খুলে দেয়া হবে।

বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন যে রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার ১২ মার্চ বিকাল ৩টায় সোনমসজিদ ইমিগ্রেশনে উপস্থিত থাকবেন এবং উদ্বোধন করবেন।

এর আগে ২ ফেব্রুয়ারি মনোজ কুমার চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর অফিস পরিদর্শন করেন এবং এর সভাপতির সঙ্গে দেখা করেন।

করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৫ মার্চ সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট

বন্ধ হয়ে যায়। দীর্ঘ তিন বছর যাত্রী চলাচল বন্ধ থাকলেও আমদানি-রপ্তানির জন্য এই স্থলবন্দর চালু রয়েছে।

—-ইউএনবি