অনলাইন ডেস্ক :
ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও সরবরাহ সংকটের কারণে যুক্তরাষ্ট্রে বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম। মার্কিন কৃষি দফতরের প্রতিবেদন অনুযায়ী দেশটিতে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত গেল এক বছরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম বেড়েছে প্রায় সাত দশমিক নয় শতাংশ যা গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রে দিন দিন বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম। এতে ভোগান্তিতে পড়েছে দেশটির বাসিন্দারা। চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। মার্কিন কৃষি দফতরের তথ্যমতে, ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত গেল এক বছরে দেশটিতে খাদ্যপণ্যের দাম প্রায় ৭ দশমিক ৯ শতাংশ বেড়েছে, যা ১৯৮১ সালের পর সর্বোচ্চ। শুধু তাই নয়, চলতি বছর এই হার চার দশমিক পাঁচ শতাংশ থেকে পাঁচ দশমিক পাঁচ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলেও আশঙ্কা করা হয়। তবে রেস্টুরেন্টের খাদ্যের ক্ষেত্রে পাচ দশমিক পাচ শতাংশ থেকে ছয় দশমিক পাঁচ শতাংশ। প্রতিবেদনে আরও বলা হয়, গত এক বছরে যেসব খাদ্যপণ্যের দাম সবচেয়ে বেশি বেড়েছে তার মধ্যে গরুর মাংস, শূকরের মাংস, ডিম, চিনি, মিষ্টি ছাড়াও বেকারির পণ্য অন্যতম। বিশেষজ্ঞরা বলছেন, বিগত কয়েক বছর ধরে ক্রমাগত মূল্যস্ফীতি ছাড়াও নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে দায়ী রাশিয়া-ইউক্রেন সাম্প্রতিক সংঘাত। বিশ্বব্যাপী জ¦ালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে এসব নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের ওপরও। ফলে, সরবরাহ কমে যাওয়ায় চলমান এ সংকট আরও ঘনীভূত হয়েছে বলেও মত তাদের।
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ