April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 27th, 2022, 8:22 pm

৪০ বছর পর বিদেশি কোচ পেলো জিমন্যাস্টিকস

অনলাইন ডেস্ক :

চো সাং ডং নামে একজন দক্ষিণ কোরিয়ান কোচ দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জিমন্যাস্টিকসের। মঙ্গলবার রাতে ঢাকায় এসে বুধবার সকাল থেকেই অনুশীলন শুরু করেছেন তিনি। ঢাকায় এসেই তিনি আশার বাণী শুনিয়েছেন বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের কর্মকর্তাদের। বলেছেন, তাকে যদি অন্তত চার বছরের জন্য দায়িত্ব দেওয়া হয় তাহলে বাংলাদেশের জিমন্যাস্টদের তিনি নিয়ে যাবেন অলিম্পিকে। নতুন কোচের এই প্রত্যাশার কথা অবশ্য ফাঁকাবুলিও নয়। কারণ, এই কোচের অধীনেই গত লন্ডন অলিম্পিক গেমসে দুটি স্বর্ণ জিতেছিল দক্ষিণ কোরিয়া। এ উদাহরণেই পরিষ্কার, কতটা হাই প্রোফাইল কোচ তিনি। তাকে কি দীর্ঘ মেয়াদে রাখা সম্ভব হবে জিমন্যাস্টিকস ফেডারেশনের? বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বাবলু বলেছেন, ‘এই কোচের মাসিক বেতন ৩ হাজার মার্কিন ডলার। সঙ্গে থাকা-খাওয়া। সব মিলিয়ে মাসে গুনতে হবে ৪ থেকে সাড়ে ৪ হাজার মার্কিন ডলার। আমরা আপাতত এক বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছি। দীর্ঘ মেয়াদে তাকে রাখতে পারবো কিনা সেটা আমরা পরে সিদ্ধান্ত নেবো।’ জিমন্যাস্টিকসে বিদেশি কোচ নতুন নয়। এর আগে ৩ জন বিদেশি কোচ কাজ করেছেন বাংলাদেশে; কিন্তু তাদের মধ্যে একজন ছিলেন ফেডারেশনের নিয়োগ প্রাপ্ত কোচ। ১৯৮১-৮২ সালে একজন চাইনিজ কোচ দায়িত্ব পালনের পর আর কোনো কোচকে নিয়োগ দিতে পারেনি ফেডারেশন। মাঝে যে দু’জন কোচ কাজ করেছিলেন তারা অলিম্পিক সলিডারিটির মাধ্যমে সপ্তাহখানেকের জন্য কাজ করেছেন। সেই হিসেবে নতুন এই কোচ বাংলাদেশ জিমন্যাস্টিকস পেলো ৪০ বছর পর। নতুন এই কোচ পেয়ে বেশ উচ্ছ্বসিত বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বাবলু, ‘১৯৮১-৮২ সালে চাইনিজ যে কোচ দায়িত্ব পালন করেছিলেন তিনি এই কোরিয়ান কোচের কাছে কিছুই না। অত্যন্ত উঁচু মানের কোচ এই চো সাং ডং। ঈদের পর তাকে আমরা নিয়ে যাবো বান্দরবানে প্রতিভা অন্বেষণের জন্য।’