November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 24th, 2021, 7:34 pm

৪ লাখ অভিবাসীকে স্থায়ী আবাসিকতা দিয়েছে কানাডা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

২০২১ সালে চার লাখ এক হাজার বিদেশিকে স্থায়ী আবাসিকতার অনুমতি দিয়েছে কানাডা। গত বৃহস্পতিবার দেশটির অভিবাসনমন্ত্রী সেন ফ্রেজার জানিয়েছেন ইতোমধ্যে কানাডায় অস্থায়ীভাবে বসবাস করা বিদেশিদের গুরুত্ব দিয়ে এই কর্মসূচি চালানো হয়েছে। অর্থনীতি গতিশীল রাখতে এবং বয়স্ক জনগোষ্ঠীকে সহায়তার জন্য অভিবাসীদের ওপর নির্ভর করে কানাডা। করোনাভাইরাসের মহামারির কারণে ২০২০ সালে সীমান্ত বন্ধ করে দিলে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়া অভিবাসী সংখ্যা ৪৫ শতাংশ কমে যায়। গত বছর দেশটিতে মাত্র ১ লাখ ৮৫ হাজার অভিবাসী স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছিলেন। চলতি বছর স্থায়ী অনুমতি পাওয়া ৪ লাখ ১ হাজার অভিবাসীর মধ্যে বেশিরভাগই আগে থেকে দেশটিতে বসবাস করছিলেন। অর্থাৎ, ২০২১ সালে এসব অস্থায়ী বসবাসকারীদের স্থায়ী করে নিয়েছে কানাডা সরকার। অভিবাসনমন্ত্রী সেন ফ্রেজার বলেন, ‘গত বছর আমরা একটি উচ্চাকাক্সক্ষী লক্ষ্য নির্ধারণ করি। আজ আমরা তা অর্জন করেছি।’ ২০১৫ সালে ক্ষমতাগ্রহণের পরপরই অর্থনীতির গতি বাড়াতে অভিবাসীদের ওপর নির্ভর করতে শুরু করে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল সরকার। প্রতি বছর দেশটির মোট জনসংখ্যার (প্রায় ৩ কোটি ৮০ লাখ) এক শতাংশের সমান অভিবাসীকে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। আগামী বছর চার লাখ ১১ হাজার মানুষকে স্থায়ী আবাসিকতার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কানাডা।