March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 8th, 2021, 7:34 pm

৪ হাজার পেরিয়ে সাকিবের আরেক রেকর্ড

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে হার এড়াতে পরেনি বাংলাদেশ। তবে একটা রেকর্ড কিন্তু গড়েছেন সাকিব। টেস্টে দ্রুততম দুইশ উইকেট ও ৪ হাজার রানের রেকর্ড গড়েছেন বাংলাদেশি তারকা। টেস্টে দুইশ উইকেটের মাইলফলক আগেই পেরিয়েছিলেন সাকিব। মিরপুর টেস্ট খেলতে নেমেছিলেন ৩ হাজার ৯৩৩ রান নিয়ে। প্রথম ইনিংসে দলের শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন ৩৩ রান করে। বুধবার (৮ ডিসেম্বর) সাজিদ খানকে বাউন্ডারি হাঁকিয়ে ব্যক্তিগত স্কোর ৩১ থেকে ৩৫ রানে নিয়েছেন সাকিব, তাতে টেস্ট ক্যারিয়ারে ৪ হাজার রান পূর্ণ হয় তার। ৫৯তম টেস্ট খেলতে নেমে দুইশ উইকেট এবং ৪ হাজার রান পেলেন সাকিব। টেস্ট ক্রিকেট ইতিহাসে এত কম ম্যাচে এই ডাবলস অর্জন করতে পারেননি আর কেউ। অসাধারণ এই ডাবলস আছেই মাত্র আর পাঁচ জনের। তবে সবাই সাকিবের চেয়ে বেশি ম্যাচ খেলে মাইলফলক পেরিয়েছেন। টেস্টে দুইশ উইকেট এবং ৪ হাজার রান করতে স্যার ইয়ান বোথাম ম্যাচ খেলেছেন ৬৯টি, স্যার গ্যারফিল্ড সোবার্স খেলেছেন ৮০ ম্যাচ, কপিল দেব খেলেছেন ৯৭ ম্যাচ, ড্যানিয়েল ভ্ট্টেরি খেলেছেন ১০১ ম্যাচ এবং জ্যাক ক্যালিস খেলেছেন ১০২ ম্যাচ।