November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, June 3rd, 2022, 8:57 pm

৫০ প্রেক্ষাগৃহে আসছে বুবলি-আদর জুটির ‘তালাশ’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসিরের নতুন সিনেমা ‘তালাশ’। সিনেমাটি আগামী ১৭ জুন থেকে অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এতে জুটি বেঁধেছে চিত্রনায়িকা শবনম বুবলি ও নবাগত চিত্রনায়ক ‌আদর আজাদ।

মুক্তিকে সামনে রেখে এরই মধ্যে ‘তালাশ’এর গান, ফার্স্টলুক, ট্রেলার ও পোস্টার প্রকাশ হয়েছে। স্বল্প বাজেটে সিনেমাটি নির্মিত হলেও ট্রেলার অবমুক্ত হওয়ার পর থেকে সিনেমাটি ঘিরে নেটদুনিয়ায় বেশ আলোচনায় চলছে। একই সঙ্গে সিনেমাটির মূল চরিত্রের দুই অভিনেতা বুবলি ও আদর বেশ প্রশংসিত হয়েছেন।

ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনী পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। এ সিনেমাটিতে মোট পাঁচটি গান রয়েছে। এতে আরও অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।

পরিচালক সৈকত নাসির ইউএনবিকে বলেন, ‌‘আমার এ সিনেমার গল্পই মূল নায়ক। এখানে বাজেট খুব বড় বিষয় মনে করি না। আদর-বুবলিসহ সবাই ভালো অভিনয় করেছেন। সিনেমাটির গান ও ট্রেলার দর্শক খুবই পছন্দ করেছে। ইতোমধ্যে বড় বড় প্রেক্ষাগৃহগুলো বুকিং হয়েছে। সামনে দুই সপ্তাহে ৫০ এর সংখ্যা বেড়ে ৭০ হয়ে যাবে আশা করি। এতটুকু বলতে পারি দর্শক ভালো কিছু পেতে যাচ্ছে।’

বুবলি বলেন, ‘করোনায় অন্য সেক্টরের মতো আমাদের চলচ্চিত্রেও অনেক ক্ষতি হয়েছে। প্রেক্ষাগৃহ খোলার পর সেই ক্ষতি কাটিয়ে উঠার চেষ্টা করছেন প্রেক্ষাগৃহ মালিকরা। প্রেক্ষাগৃহ খোলার পর সেভাবে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো দর্শক টানতে না পারলেও ঈদুল ফিতরের সিনেমা দিয়ে দর্শক আবারও প্রেক্ষাগৃহে ফিরেছেন। এটি আমাদের সিনেমার জন্য আশীর্বাদ।’

বুবলি বলেন, ‌‘এ ধারা অব্যাত থাকলে আমাদের সিনেমার ক্রান্তিকাল দূর হতে বেশি দিন লাগবে না। তারই ধারাবাহিকতায় আমাদের জুটির প্রথম সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। আমরা নিজেদের সেরাটা দিয়ে কাজ করেছি। আশা করি, দর্শক নিরাশ হবে না।’

—ইউএনবি