অনলাইন ডেস্ক :
ভারতের নারী ভারোত্তোলনের প্রসঙ্গ আসলেই কর্নম মালেশ্বরি, কুঞ্জরাণী দেবী, মীরাবাই চানুর নাম জ¦লজ¦ল করছে। এবার তাদের সঙ্গে জুড়ে গেল আর এক নারীর নাম। তিনি ৫০ বছরের ভাবনা টোকেকর। ইংল্যান্ডের ম্যানচেস্টারে চলছে বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ। দুই সন্তানের মা ভাবনা ইতিমধ্যেই তিনটি মাস্টার্স ক্যাটেগরিতে প্রথম স্থান দখল করেছেন। ৭৫ কেজি বিভাগের লড়াইয়ে আগুনে পারফরম্যান্স দিয়ে চারটি বিশ্ব রেকর্ড গড়ে তাক লাগিয়ে দিয়েছেন ভাবনা। স্কোয়াটে ১০২.৫ কেজি ভার তুলে ভেঙে দেন পুরনো রেকর্ড। এর আগে বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ রেকর্ড ছিল ৯০ কেজি। বেঞ্চ প্রেসড ইভেন্টেও দাপট দেখান ভাবনা। ৮০ কেজি ভার অনায়াসে তুলে রেকর্ডে নিজের নাম লেখান। এতদিন সেরা পারফরম্যান্স ছিল ৪০ কেজি। দুটি বিশ্ব রেকর্ড গড়ার পরেও ক্ষান্ত থাকেননি ৫০ বছরের এই ভারতীয় ভারোত্তোলক। ডেডলিফট ইভেন্টে আগুনে পারফরম্যান্স করেন তিনি। ১৩২.৫ কেজি ওজন তুলে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি। এর আগে সর্বোচ্চ রেকর্ড ছিল ১০৫ কেজি। ফলে হেলায় ৩১৫ কেজি ওজন তুলে সেরা বিশ্ব রেকর্ড গড়েন ভাবনা। ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন ও কার্গিল যুদ্ধের অন্যতম সৈনিক শ্রীপদ টোকেকরকে বিয়ে করেন ভাবনা। দুই ছেলেকে নিয়ে বেশ খুশিতে সংসার ধর্ম পালন করছিলেন তিনি। তবে স্বামীর মোটিভেশনে তিনি ভারোত্তোলন শুরু করে দেন। তবে ভারোত্তোলন শুরু করার আগে সাইক্লিং ও মিডল-ডিস্টেন্স রানিং-এর সঙ্গে যুক্ত ছিলেন ভাবনা। ভারোত্তোলনকে নিজের প্যাশন হিসেবে বেছে নেওয়ার আগে এই ইভেন্ট নিয়ে অনেক পড়াশোনা করেছেন ভাবনা। আন্তর্জাতিক মঞ্চের জন্য নিজেকে প্রস্তুত করতে কর্নাটক ও অন্ধ্রপ্রদেশে থেকেছেন মাসের পর মাস। সেই পরিশ্রমের ফল অবশেষে পেলেন ভাবনা।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা