April 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 6th, 2021, 9:10 pm

৫০ হাজার টাকায় কেনা যাবে চিড়িয়াখানার হরিণ

ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি:

ধারণক্ষমতার অতিরিক্ত প্রাণী বিক্রি করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় কিছু হরিণ বিক্রি করা হচ্ছে। এর আগে হরিণের দাম ৭০ হাজার টাকা নির্ধারণ করা হলেও তা কমিয়ে ফের ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের (প্রাণিসম্পদ-২) এক প্রজ্ঞাপনে হরিণের দাম পুনঃনির্ধারণ করা হয়। এতে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের সম্মতির পরিপ্রেক্ষিতে জাতীয় চিড়িয়াখানার উদ্বৃত্ত প্রতিটি চিত্রা হরিণের বিক্রয় মূল্য ৭০ হাজার টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা পুনঃনির্ধারণে সম্মতি প্রদান করা হলো। বিষয়টি নিশ্চিত করে জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. আবদুল লতিফ বলেন, এখন থেকে হরিণ ৭০ হাজার টাকার পরিবর্তে ৫০ হাজার টাকায় বিক্রি হবে। আমরা এরইমধ্যে ৫৫টি হরিণ বিক্রি করেছি। আজ থেকে নতুন দামে হরিণ বিক্রি করবো। জানা গেছে, বিক্রির জন্য নির্ধারিত হরিণশাবকগুলোর সরকারি মূল্য ছিল ৭০ হাজার টাকা। তবে এই মূল্য আরও কমানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ। যেহেতু হরিণের নিয়মিত প্রজনন হচ্ছে, তাই এখন প্রতি মাসে অন্তত ২০টি হরিণশাবক বিক্রি করতে পারবে তারা।