মোঃনুরুল ইসলাম খোকন, শরীয়তপুর:
৫৪৪ দিন পর খোলা হলো শিক্ষা প্রতিষ্ঠানের তালা। ১২ সেপ্টেম্বর রোজ রবিবার সকাল ৮ টা থেকে শুরু হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের উপস্থিতি। করোনা প্রাদুর্ভাব থেকেই শিক্ষার্থীদের মুক্তরাখার জন্য দেড় বছরধরে বন্ধছিল সব শিক্ষা প্রতিষ্ঠান। ডামুড্যা উপজেলায় মাধ্যমিক ১২টি, প্রাথমিক ৬৯টি, মাদ্রাসা ১০টি, কলেজ ১টি কয়েজডজন কিন্ডারগার্টেনে শিক্ষার্থীদের উপস্থিতিছিল উল্লেখ করারমতো। ডামুড্যা সরকারী মুসলিম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক মোঃআব্দুলমজিদ খান স্বাস্থ্য বিধিমানার বিষয়টি তদারকী করেন। শিক্ষার্থীদের শারীরিক তাপমাত্রাপরীক্ষার পর বিদ্যালয় প্রাঙ্গনে প্রবেশ করান। আলহাজ্ব ইমাম উদ্দিনউচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে বলে আগে ভাগেই শ্রেণি, অফিসকক্ষ থেকে শুরুসহ সবকিছু ধুয়েমুছে পরীক্ষা করে রাখা হয়েছে। শিক্ষার্থীদের আগমন উপলক্ষে বিরাজকরে সাজ সজ্জাও। বিশেষ করে ২ শিফটে স্কুল গুলোতে সকাল ৮ টার আগে শিক্ষার্থীরা নতুন স্কুল ড্রেস পড়ে অভিভাবকের হাতধরে উপস্থিত হয়েছে। ডামুডাপাইলটউচ্চবালিকা বিদ্যালয়েরপ্রধানশিক্ষকসুজিতকর্মকারবলেন স্বাস্থ্য বিধি মেনেসকাল ৯.৩০ ঘটিকায় বিদ্যালয়ের কার্যক্রম শুরুহয়। প্রথমশিফটে ২০২১ সালেরএসএসসিব্যাচেরশিক্ষার্থীদেরক্লাশেউপস্থিতিছিল চোখেপড়ারমতো। বালিকা বিদ্যালয়েরএকজন অভিভাবক মোঃজাকির হোসেনবলেন ভেবেছিলাম আর কোনদিন বিদ্যালয় খুলবেনা এবং বাচ্চাদেরপড়ালেখা করাতেপাবোনা। স্বাস্থ্য বিধি মেনে বিদ্যালয় খোলার সিদ্ধান্ত সঠিক বলে মনে হয়।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি