March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 25th, 2022, 8:29 pm

৫-১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা দেয়া শুরু

রাজধানীর আজিমপুর মডেল সরকারি স্কুলে বৃহস্পতিবার করোনা ভাইরাসের টিকা গ্রহণ করলো ৫ থেকে ১১ বছরের শিশুরা।

সারাদেশের ১২টি সিটি কর্পোরেশনের ১৮৬টি কেন্দ্রে বৃহস্পতিবার ৫-১১ বছর বয়সী শিশুদের করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

আগামী ১৪ দিন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে এ টিকাদান কার্যক্রম।

সকাল ৯টায় রাজধানীর নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় প্রতিমন্ত্রী বলেন, ১২টি সিটি কর্পোরেশনের ১৮৬টি কেন্দ্রে শিশুদের জন্য ফাইজার টিকা দেয়া হচ্ছে।

তিনি বলেন, রাজধানীর দুই সিটি কর্পোরেশনে ২১টি কেন্দ্রে শিশুদের টিকা দেয়া হবে। একই সাথে পথশিশু বা বিদ্যালয়ে যায় না এমন শিশুদেরও করোনা টিকার আওতায় নিয়ে আসা হবে। এক্ষেত্রে বিভিন্ন স্কুল ও ওয়ার্ড পর্যায়ে বুথ করার মাধ্যমে সরাসরি স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে এই শিশুরা টিকা নিতে পারবে।

শিক্ষার্থীরা অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা কার্ড নিয়ে এসে টিকা নিতে পারবেন। এই কার্যক্রমে রেড ক্রিসেন্ট ও ব্রাকের স্বেচ্ছাসেবীরা কাজ করছেন।

এর আগে ১১ আগস্ট দেশে পরীক্ষামূলকভাবে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা দেয়া শুরু হয়।

—ইউএনবি