April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 17th, 2021, 7:59 pm

৬ দিন পর সচল হিলি স্থলবন্দর

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিন বন্ধ থাকার পর রোববার  (১৭ অক্টোবর) সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত। তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। রোববার (১৭ অক্টোবর) সকাল থেকে আবারও সব ধরনের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সেকেন্দার আলী বলেন, দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাসপোর্ট যাত্রী ফেরত আসা কার্যক্রম অব্যাহত ছিল। পাসপোর্ট যাত্রীরা প্রতিদিন এ চেকপোস্ট ব্যবহার করে বাংলাদেশে ফিরেছেন।