March 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 12th, 2023, 8:40 pm

৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে ওয়্যাগনার

অনলাইন ডেস্ক :

শ্রীলঙ্কা সিরিজের মাঝে বড় ধাক্কা খেল নিউ জিল্যান্ড। চোট পেয়ে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন নিল ওয়্যাগনার। ক্রিকেট নিউ জিল্যান্ড রোববার জানিয়েছে, দুই জায়গায় চোট পেয়েছেন ওয়্যাগনার। মেরুদ-ের ডিস্কের সমস্যায় ভুগছেন তিনি। সঙ্গে তার ডান হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে। স্বাভাবিকভাবেই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অভিজ্ঞ এই পেসারকে পাচ্ছে না কিউইরা। পিঠে ও পায়ে অস্বস্তি অনুভব করায় লঙ্কানদের বিপক্ষে চলমান ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে মাঠ ছাড়েন ওয়্যাগনার। ফিটনেস পরীক্ষায় উতরাতে না পারায় চতুর্থ দিন মাঠে নামতে পারেননি তিনি। তবে ব্যাটিংয়ের প্রয়োজন হলে, পাওয়া যাবে তাকে। এরই মধ্যে ওয়্যাগনারের বদলি ক্রিকেটার দলে যোগ করেছে নিউ জিল্যান্ড। ডানহাতি পেসার ডগ ব্রেসওয়েলকে ডেকে পাঠিয়েছে তারা। প্রায় ৭ বছর পর টেস্ট খেলার হাতছানি ৩২ বছর বয়সী ব্রেসওয়েলের সামনে। ২০১৬ সালে সবশেষ টেস্ট খেলেছেন তিনি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এখন পর্যন্ত ২৭ টেস্ট খেলা এই পেসারের নামের পাশে উইকেট ৭২টি। ইনিংসে ৫ বা এর বেশি উইকেট নিয়েছেন ২ বার। সোমবার শুরু হতে যাওয়া পাঙ্কেট শিল্ডের পরের রাউন্ডের ম্যাচ খেলার জন্য উইল ইয়াংকে টেস্ট স্কোয়াড থেকে ছেড়ে দিয়েছে নিউ জিল্যান্ড। লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে ফের দলে যোগ দেবেন তিনি। ওয়েলিংটনে ম্যাচটি শুরু আগামী শুক্রবার।