March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 9th, 2022, 11:52 am

৭১ টিভিতে সম্প্রচারিত অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ :

বিগত ২ নভেম্বর ২০২২ এ ৭১ টিভিতে সম্প্রচারিত অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. মোঃ জাকির হোসেনের সাথে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে গণতান্ত্রিক শিক্ষক ফোরাম মঙ্গলবার ৮ নভেম্বর ২০২২ দুপুর সাড়ে ১২টায় বিজয় একাত্তরের সম্মুখের রাস্তায় মানববন্ধন করেছে।
মানববন্ধনে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. এম. এ. এম. ইয়াহিয়া খন্দকার এর সভাপতিত্বে ও গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ড. পূর্বা ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের উপদেষ্টা প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী, কীটতত্ত বিভাগের প্রফেসর ড. কাজী শাহানারা আহমেদ, কৃষি অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড মোঃ গোলাম ফারুক, অফিসার পরিষদের সভাপতি জনাব মোঃ খাইরুল আলম (নান্নু), মেডিসিন বিভাগের প্রফেসর ড. এম. আরিফুল ইসলাম, একোয়াকালচার বিভাগের প্রফেসর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, এডিশনাল রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ অলিউল্লাহ, নীলদল, সোনালীদল, ছাত্রলীগ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, উদীচী শিল্পীগোষ্ঠী, কারিগরি কর্মচারী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, ৭১ টিভিতে সম্প্রচারিত টকশোতে গবেষক-শিক্ষক প্রফেসর ড. জাকির হোসেনকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। বক্তাগণ ৭১ টিভিতে সম্প্রচারিত অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তোলেন। অচিরেই ৭১ টিভিতে আরেকটি প্রোগ্রামের মাধ্যমে দেশের জনগণকে বিগত টকশোর ভুল বোঝাবুঝি সম্পর্কে সঠিক ধারণা দিয়ে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে আরোও অনেক শিক্ষক-ছাত্রছাত্রী, কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।