November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 14th, 2021, 1:54 pm

৭৪ বছর পর প্রিমিয়ার লিগে এসেই চমক দেখালো ব্রেন্টফোর্ড

অনলাইন ডেস্ক :

দীর্ঘ ৭৪ বছর পর ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলতে এসেই চমক দেখালো ব্রেন্টফোর্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমের প্রথম ম্যাচে গত রাতে ব্রেন্টফোর্ড ২-০ গোলে ব্রেন্টফোর্ড ২-০ গোলে হারিয়েছে আর্সেনালকে।
সর্বশেষ ১৯৪৬-৪৭ সালে ইংল্যান্ডের শীর্ষ লিগে খেলেছিল ব্রেন্টফোর্ড। ৭৪ বছর পর প্রিমিয়ার লিগে খেলতে নেমেই চমক দেখালো তারা। প্রিমিয়ার লিগ নামকরণের পর ৫০তম দল হিসেবে ইংল্যান্ডের ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় খেলছে ব্রেন্টফোর্ড।
লন্ডনে নিজেদের মাঠ ব্রেন্টফোর্ড কমিউনিটি স্টেডিয়ামে খেলতে নামে স্বাগতিকরা। ৬০তম মাঠ হিসেবে প্রিমিয়ার লিগে অভিষেক হলো ব্রেন্টফোর্ড কমিউনিটি স্টেডিয়ামের। স্টেডিয়ামের উপস্থিত ছিলো ১৬ হাজার ৪৭৯ দর্শক। কানায়-কানায় পূর্ণ স্টেডিয়ামকে ২২ মিনিটেই গোলের আনন্দে ভাসিয়ে দেন ব্রেন্টফোর্ডের স্ট্রাইকার সার্জি ক্যানোস।
আর্সেনালের বক্সের সামনে থেকে বল পেয়ে আড়াআড়ি শটে ক্যানোসের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড।
এই লিড নিয়ে আর্সেনালের সাথে পাল্লা দিয়ে লড়াই করতে থাকে ব্রেন্ডফোর্ড। প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি তারা। ম্যাচে সমতাও আনতে পারেনি আর্সেনাল।
তবে দ্বিতীয়ার্ধে আবারো গোল পায় ব্রেন্টফোর্ড। ৭৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস্টিয়ান নর্গার্ডা। লম্বা থ্রো থেকে বল পেয়ে ডি-বক্সে হেড করে গোল করেন তিনি। ২-০ গোলে এগিয়ে ম্যাচ জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ব্রেন্টফোর্ড। শেষ পর্যন্ত তাদের স্বপ্ন সত্যি হয়। ঐতিহাসিক জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে তারা। আর গেল আসরে অস্টম হওয়ায় আর্সেনালের শুরুটা হলো হার দিয়ে। অবশ্য এ ম্যাচে দলের তারকা খেলোয়াড়দের পাননি আর্সেনাল কোচ মিকেল আওর্তেতা।