November 23, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 3rd, 2021, 7:58 pm

৭ নম্বর জার্সিই পাচ্ছেন রোনালদো

অনলাইন ডেস্ক :

১২ বছর পর আবারও ম্যানেচেস্টার ইউনাইটেডে ফিরেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ঐতিহ্যবাহী এই ক্লাবটির হয়ে ৭ নম্বর জার্সি পরেই মাঠে নামবেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ম্যানইউ। ক্লাবটির হয়ে তিনি জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, ব্যালন ডি’অর পুরস্কারও। এই ক্লাবে থেকেই রোনালদো হয়ে উঠেছিলেন বিখ্যাত ‘সিআরসেভেন’। ৭ নম্বর জার্সিটি একটি ঐতিহাসিক জার্সি। এই জার্সি পরে খেলেছেন জর্জ বেস্ট, ব্রায়ান রবসন, এরিন ক্যান্টোনা ও ভেডিড ব্যাকহামের মতো খেলোয়াড়েরা। ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন প্রথম ধাপেও (২০০৩-০৯) এই সাত নাম্বার জার্সি পরেই খেলেছিলেন রোনালদো। এরপর রিয়াল মাদ্রিদে এক মৌসুম ৯ নাম্বার জার্সি পরে খেললেও বাকি সব মৌসুমেই খেলেছিলেন সাত নাম্বার জার্সি গায়ে চেপে। জুভেন্টাসে কাটানো তিন বছরও পরেছেন তার বিখ্যাত সাত নাম্বার জার্সিই। এতদিন ম্যানইউয়ের ৭ নম্বর জার্সিটি এডিনসন কাভানির দখলে ছিল। কাভানি রোনালদোর জন্য সেই জার্সিটি ছেড়ে দিয়েছেন। কাভানি এখন ২১ নম্বর জার্সি পরে খেলবেন। কাভানির এই ত্যাগের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন রোনালদো।