March 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 28th, 2021, 11:56 am

৭ হাজার কিলোমিটার উড়তে পারে ইরানের তৈরি ড্রোন

নিউজ ডেস্ক :

ইরানের তৈরি ড্রোন সাত হাজার কিলোমিটার ( চার হাজার মাইলের বেশি) উড়তে সক্ষম। রোববার দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার এ তথ্য জানিয়েছেন। খবর এএফপি’র।
রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচারিত এক ভাষণে জেনারেল হোসাইন সালামি বলেন, ‘আমাদের তৈরি এমন অনেক ড্রোন রয়েছে যা কোন পাইলট ছাড়াই সাত হাজার কিলোমিটার উড়তে পারে এবং এসব ড্রোন একই স্থানে ফিরে আসতে বা যেকোন জায়গায় অবতরণ করতে পারে।’
তিনি এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করেননি, তবে ধারণা করা হচ্ছে এ বছরের গোড়ার দিকে উন্মোচন করা ইরানের ‘গাজা’ যুদ্ধ ড্রোনের দুই হাজার কিলোমিটারের তুলনায় নতুন এ ড্রোনের রেঞ্জ হবে সাড়ে তিন হাজার কিলোমিটার।
নতুন এ ড্রোন তৈরির আগে ‘গাজা’ ড্রোন ছিল ইরানের সবচেয়ে দীর্ঘ রেঞ্জের ড্রোন।
ইরানের বিমানবাহিনী অধিকাংশ ক্ষেত্রে ১৯৭৯ সালে ক্ষমতাচ্যূত শাহ’র করা আইনের আওতায় ক্রয় করা যুক্তরাষ্ট্রের পুরোনো যুদ্ধবিমানের ওপর নির্ভরশীল। আমেরিকার নিষেধাজ্ঞার কারণে এগুলোর রক্ষণাবেক্ষণও কঠিন হয়ে পড়েছে।