March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 8th, 2022, 8:10 pm

৮৬ বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে এমন ঘটনা!

অনলাইন ডেস্ক :

শুক্রবার (৮ এপ্রিল) থেকে শুরু হওয়া পোর্ট  এলিজাবেথ টেস্টে টস জিতে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা। দুই স্পিনার নিয়ে নামা বাংলাদেশ শুক্রবার (৮ এপ্রিল) স্পিন দিয়েই বোলিং আক্রমণ শুরু করেছে। শুরুর দুই বোলারের একজন  ছিলেন মেহেদী হাসান মিরাজ অন্যজন খালেদ আহমেদ। দক্ষিণ আফ্রিকার মাটিতে ৮৬ বছর পর এমন কোনো ঘটনা ঘটল। টেস্টের প্রথম ইনিংসে একপ্রান্ত থেকে পেসার আর অন্যপ্রান্ত থেকে স্পিনার দিয়ে আক্রমণ শুরুর ঘটনা সর্বশেষ ঘটেছিল ১৯৩৫ সালে। ওই বছর ডিসেম্বরে অস্ট্রেলিয়া গিয়েছিল দক্ষিণ আফ্রিকা সফরে। টস হেরে বোলিংয়ে নামা অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ওভারটি করেছিলেন পেসার আর্নি ম্যাককরমিক। দ্বিতীয় ওভারেই আসেন লেগস্পিনার বিল ও’রাইলি। চলতি টেস্টের ভেন্যু পোর্ট এলিজাবেথেও এই ঘটনা ঘটেছে মাত্র একবার। সেটাও ১৩৩ বছর আগে! ১৮৮৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে ইংলিশ স্পিনার স্পিনার জনি ব্রিগস প্রথম বোলার হিসেবে আক্রমণে এসেছিলেন। বাংলাদেশও এর আগে একবারই এমন কা- ঘটিয়েছে। ২০১৮ সালে জ্যামাইকায় উইন্ডিজের বিপক্ষে আবু জায়েদের পার্টনার হয়েছিলেন সাকিব আল হাসান।